আজকাল ওয়েবডেস্ক: চেন্নাইতে বাংলাদেশকে প্রথম টেস্টে হারিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন রবি অশ্বিন। তারপরেও ভারতীয় অলরাউন্ডারের বিরুদ্ধে অভিযোগ আনলেন স্ত্রী প্রীতি নারায়ণন এবং দুই কন্যা। বিসিসিআই সোশ্যাল মিডিয়ায় একটি সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করেছে।
সেখানে দেখা গিয়েছে, প্রীতি অশ্বিনের সাক্ষাৎকার নিচ্ছেন। সেখানেই জানা গিয়েছে, টেস্টের প্রথম দিন খেলার শেষে অশ্বিন পরিবারের সঙ্গে দেখা করেননি, হাত নাড়েননি। এমনটাই অভিযোগ এসেছে অশ্বিনের পরিবারের তরফে। ভারতীয় অফ স্পিনার জানান, তিনি যে বলটি দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন সেটি তাঁর কন্যাদের উপহার দেবেন।
চেন্নাইয়ে নিজের ঘরের মাঠে টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়েছেন অশ্বিন। নিজের কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করেছেন। চারদিনেই ম্যাচ শেষ করে প্রথম টেস্ট ২৮০ রানে জিতেছে ভারত।
