আজকাল ওয়েবডেস্ক: একটি বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে বিশ্ব। ২০২৭ সালের আগস্ট মাসে দেখা যাবে এই শতাব্দীর সবচেয়ে দীর্ঘ পূর্ণ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণের স্থায়িত্ব হবে প্রায় ৬ মিনিট ২৩ সেকেন্ড।
গ্রহণের সময় চাঁদ সম্পূর্ণভাবে সূর্যকে ঢেকে ফেলবে। ফলে দিনের আলো হঠাৎ কমে যাবে, তাপমাত্রা কিছুটা কমে আসবে এবং আকাশে তারা ও গ্রহ দেখা যাবে—ঠিক যেন সন্ধ্যার আকাশ। কয়েক মিনিটের জন্য গোটা এলাকা অন্ধকারে ডুবে যাবে। এই সূর্যগ্রহণ এতটাই বিরল কারণ ওই সময়ে পৃথিবী ও চাঁদের পারস্পরিক দূরত্ব হবে কম। ফলে চাঁদ দীর্ঘ সময় ধরে সূর্যকে সম্পূর্ণ ঢেকে দেবে।
সূর্যগ্রহণের সময় চাঁদ পৃথিবীর ওপর একটি গাঢ় ছায়া ফেলে, যাকে বলা হয় উমব্রা। এটি আসলে পৃথিবীর উপর দিয়ে দ্রুতগতিতে সরে যাওয়া একটি সংকীর্ণ ছায়াপথ। যে পথে অগ্রসর হয়, তাকে বলা হয় পাথ অব টোটালিটি। সাধারণত এই পথের প্রস্থ প্রায় ১০০ থেকে ২০০ কিলোমিটার হয়ে থাকে। এই অঞ্চলের মধ্যেই সূর্য পুরোপুরি ঢাকা পড়ে এবং দিন সম্পূর্ণ অন্ধকারে পরিণত হয়।
২০২৭ সালের ২ আগস্টের এই ঐতিহাসিক সূর্যগ্রহণের পাথ অব টোটালিটি অতিক্রম করবে দক্ষিণ ইউরোপের কিছু অংশ—যেমন স্পেন ও পর্তুগাল। এরপর এটি উত্তর আফ্রিকার দেশগুলি যেমন মরক্কো, আলজেরিয়া, লিবিয়া ও মিশরের উপর দিয়ে যাবে। সেখান থেকে মধ্যপ্রাচ্যের সৌদি আরব হয়ে ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছাবে। পরে এটি এডেন উপসাগর পেরিয়ে সোমালিয়া অতিক্রম করবে এবং ভারত মহাসাগরের চাগোস দ্বীপপুঞ্জের উত্তর দিকের প্রবালপ্রাচীরের উপর দিয়ে অগ্রসর হবে। বিশ্বের অন্যান্য অংশে এই সূর্যগ্রহণ আংশিকভাবে দেখা যাবে।
ভারতে কি দেখা যাবে এই সূর্যগ্রহণ?
ভারতের উপর দিয়ে পাথ অব টোটালিটি না যাওয়ায় এখানে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে না। তবে পশ্চিমাঞ্চলের কিছু অংশ—বিশেষ করে গুজরাট ও মহারাষ্ট্রে—আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। ভারতীয় সময় অনুযায়ী আনুমানিক বিকেল ৩টা ৩৪ মিনিট থেকে সন্ধ্যা ৫টা ৫৩ মিনিট পর্যন্ত এই আংশিক গ্রহণ দৃশ্যমান হতে পারে।
বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, সূর্যগ্রহণ দেখার সময় খালি চোখে সূর্যের দিকে তাকানো অত্যন্ত বিপজ্জনক। এতে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। তাই অবশ্যই বিশেষ ইউভি-সুরক্ষিত সোলার গ্লাস বা অনুমোদিত নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার করে এই বিরল মহাজাগতিক দৃশ্য উপভোগ করা উচিত।
