৫৪ তম গোয়া ফিল্ম ফেস্টিভ্যাল (IFFI) শুরু হচ্ছে ২৮ নভেম্বর। উৎসবের বিভিন্ন বিভাগে ২৫০টিরও বেশি ছবি দেখানো হবে। আপাতত পাখির চোখ ২০ নভেম্বর পানাজি, গোয়ার শ্যামাপ্রসাদ ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত গালা উদ্বোধনী অনুষ্ঠানের দিকে। উদ্বোধনী অনুষ্ঠানের মুখ শাহিদ কাপুর-মাধুরী দীক্ষিত। থাকবেন শ্রিয়া শরণ, নুসরত ভারুচা, পঙ্কজ ত্রিপাঠি, শান্তনু মৈত্র, শ্রেয়া ঘোষাল এবং সুখবিন্দর সিং। সঞ্চালনায় অপারশক্তি খুরানা এবং করিশ্মা তান্না। এই উৎসবেই সত্যজিৎ রায় নামাঙ্কিত জীবনকৃতি সম্মানে সম্মানিত হতে চলেছেন হলিউড তারকা মাইকেল ডগলাস।
খববর, উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি উৎসবের দিনগুলোও হবে তারকাখচিত। দেখা যেতে পারে সানি দেওল, বিজয় সেতুপতি, সারা আলি খান, করণ জোহর-সহ বলিউডের তাবড় তারকাদের। অনুষ্ঠান সম্পর্কে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “দেশজুড়ে আমাদের চলচ্চিত্র নির্মাতাদের আবেগ এই উৎসবকে ক্রমশ আকারে বড় করছে। তাঁদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। সবার সহযোগিতায়, যৌথ প্রযোজনায় এবং অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে আন্তর্জাতিক গোয়া চলচ্চিত্র উৎসব বিনোদন দুনিয়ার মিলনমেলায় পরিণত হয়েছে।” তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র বলেছেন, “ভারতীয় সংবাদমাধ্যম এবং বিনোদন দুনিয়ার সহযোগিতায় এই উৎসব গত তিন বছরে গড়ে ২০ শতাংশ হারে আকারে বৃদ্ধি পেয়েছে। এই বছর ইফি ১০৫টি দেশ থেকে ২৯২৬টি এন্ট্রি পেয়েছে। যা রেকর্ড সংখ্যক। গত বছরের তুলনায় এই পরিসংখ্যান তিনগুণ বেশি।’’
খববর, উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি উৎসবের দিনগুলোও হবে তারকাখচিত। দেখা যেতে পারে সানি দেওল, বিজয় সেতুপতি, সারা আলি খান, করণ জোহর-সহ বলিউডের তাবড় তারকাদের। অনুষ্ঠান সম্পর্কে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “দেশজুড়ে আমাদের চলচ্চিত্র নির্মাতাদের আবেগ এই উৎসবকে ক্রমশ আকারে বড় করছে। তাঁদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। সবার সহযোগিতায়, যৌথ প্রযোজনায় এবং অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে আন্তর্জাতিক গোয়া চলচ্চিত্র উৎসব বিনোদন দুনিয়ার মিলনমেলায় পরিণত হয়েছে।” তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র বলেছেন, “ভারতীয় সংবাদমাধ্যম এবং বিনোদন দুনিয়ার সহযোগিতায় এই উৎসব গত তিন বছরে গড়ে ২০ শতাংশ হারে আকারে বৃদ্ধি পেয়েছে। এই বছর ইফি ১০৫টি দেশ থেকে ২৯২৬টি এন্ট্রি পেয়েছে। যা রেকর্ড সংখ্যক। গত বছরের তুলনায় এই পরিসংখ্যান তিনগুণ বেশি।’’
