বুলগেরিয়ার অন্ধ জ্যোতিষী বাবা ভাঙ্গাকে নিয়ে ফের একবার সকলেই উৎসাহিত। তাকে বলকানের নস্ত্রাদামুস বলেও অনেকে মনে করেন। ইতিমধ্যেই তার বহু কথাই ফলেছে।
2
9
২০২৬ সালের প্রথমেই যেভাবে ভেনেজুয়েলার ওপর মার্কিন দেশের হামলা চলেছে তাতে ফের সকলের নজর তার দিকেই গিয়েছে। যদিও তার কথার কোনও বৈজ্ঞানিক ব্যাখা নেই। তবে তার অনুগামীরা সেকথা মানতে চান না।
3
9
২০২৬ সালে ভিনগ্রহীদের সঙ্গে মানুষের যোগাযোগের বিষয়টি আগে থেকেই জানিয়েছেন বাবা ভাঙ্গা। তার মতে বছরের ২০২৬ সালের নভেম্বর মাসেই এই যোগাযোগ হবে।
4
9
এই যোগাযোগের ফলে একেবারে বদলে যাবে পৃথিবীর ইতিহাস। নতুন একটি যুগের সূচনা হবে বলেও মনে করেন তিনি।
5
9
ইতিমধ্যেই একটি গ্রহাণু নিয়ে নাসা বিশেষ রিপোর্ট দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। সেখান থেকে ফের একবার সকলের মনে আসছে বাবা ভাঙ্গার সেই কথা।
6
9
যে গ্রহাণুটির কথা বলা হয়েছে সেটি সূর্যের দিকে ১ লাখ ৩০ হাজার প্রতি ঘন্টায় এগিয়ে চলেছে। যদি এর সঙ্গে সূর্যের আঘাত লাগে তাহলে সেটি কোনদিকে রুপ নেবে সেকথা এখন বলা যাচ্ছে না।
7
9
এর আগেও বাবা ভাঙ্গা প্রিন্স ডায়নার মৃত্যু, কোভিড নিয়ে যে কথা বলেছিলেন তা অনেকটা ফলে গিয়েছে। এরপর ২০২৬ সালে তার কথা কতটা মিলবে সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলেই।
8
9
এই অন্ধ জ্যোতিষী বহু বছর আগে প্রয়াত হয়েছেন। তবুও তার অনুগামীরা তার কথা মেনেই চলেন। ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরি, পরিবেশ পরিবর্তন নিয়ে তার কথা বিশ্বের প্রতিটি মানুষের মুখে ফেরে।
9
9
এমনকি এআই নিয়েও বাবা ভাঙ্গা যে কথা বলেছিলেন সেটাও সকলের নজরে রয়েছে। তিনি জানিয়েছিলেন একসময় এআই গোটা মানবসভ্যতার শত্রু হয়ে যাবে।