দু’দশকেরও বেশি সময় আগে স্টাইলিশ হাইস্ট, তীক্ষ্ণ রসবোধ আর তারকাবহুল কাস্ট দিয়ে দর্শকদের মুগ্ধ করেছিল ওশান’স ইলেভেন ছবি। এবার সেই আইকনিক ফ্র্যাঞ্চাইজিকে নতুন রূপে ফেরানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইঙ্গিত স্পষ্ট। জর্জ ক্লুনি আবার একত্র করতে চাইছেন সেই পুরনো ওশান’স -এর দলকেই, তবে একেবারে অন্যভাবে। বারবারই করে নয় বরং বাস্তবতার মাটিতে পা রেখেই।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে জর্জ ক্লুনি জানিয়েছেন, তিনি ‘ওশান’স ইলেভেন’-এর নতুন সিক্যুয়েল নিয়ে কাজ করছেন এবং ইতিমধ্যেই ব্র্যাড পিট, ম্যাট ডেমন, জুলিয়া রবার্টস ও ডন চিডলের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এবার ছবির মূল আকর্ষণ শুধুই নস্টালজিয়া নয়। বয়সের ভার কাঁধে নিয়েও কীভাবে একদল অভিজ্ঞ অপরাধী আবারও বড়সড় হাইস্টের পরিকল্পনা করে, সেই প্রশ্নকে কেন্দ্র করেই এগোবে গল্প।
ক্লুনির কথায়, এই ভাবনার অনুপ্রেরণা এসেছে সাতের দশকের জনপ্রিয় ছবি ‘গোয়িং ইন স্টাইল’ থেকে, যেখানে বয়সে প্রবীণ কিছু চরিত্র শেষবারের মতো একটি বড় কাজের চেষ্টা করে। নতুন ওশান’স ছবিতেও সেই ভাবনাই আধুনিক প্রেক্ষাপটে তুলে ধরতে চান নির্মাতারা, যেখানে চরিত্ররা আগের মতো তরুণ বা শারীরিকভাবে চনমনে না হলেও, অভিজ্ঞতা আর বুদ্ধির জোরেই খেলাটা ঘুরিয়ে দিতে সক্ষম।
খবর, এই সিক্যুয়েলে দেখা যাবে ‘ওশান’স ইলেভেন’ ছবির-ই পুরনো দলেরই বয়স্ক, পরিণত সদস্যদের। শুটিং লোকেশন খোঁজার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং সব ঠিকঠাক থাকলে ২০২৬ সালের অক্টোবর নাগাদ ছবির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ক্লুনি নিজেই জানিয়েছেন, “আমরা আগের মতো দ্রুত নই, এক ধাপ পিছিয়েছি ঠিকই। কিন্তু কীভাবে ফাঁক গলে বেরিয়ে আসতে হয়, সেটা এখনও আমাদের জানা।”
এই মুহূর্তে জর্জ ক্লুনি ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘ইন লাভ’ নিয়ে। কম বাজেটের এই ড্রামা ছবিতে তিনি অভিনয় করছেন অ্যানেট বেনিংয়ের বিপরীতে। ছবিতে ক্লুনির চরিত্র অ্যালঝাইমার্স রোগে আক্রান্ত এক ব্যক্তির, যা তাঁর কেরিয়ারে একেবারে আলাদা ধরনের চরিত্র বলেই মনে করছে হলিউড।
সব মিলিয়ে, ‘ওশান’স ইলেভেন’ ফেরার প্রস্তুতি নিচ্ছে ঠিকই, তবে এবার বয়স, অভিজ্ঞতা আর বুদ্ধির লড়াইয়ে, যেখানে ঝকঝকে স্টাইলের পাশাপাশি থাকবে বাস্তবতার ছায়াও। পুরনো দর্শকদের জন্য যেমন থাকবে পরিচিত আবেগ, তেমনই নতুন দৃষ্টিভঙ্গিতে গল্প বলার চেষ্টাও স্পষ্ট।
