দক্ষিণী ও বলিউড, দুই ইন্ডাস্ট্রিতেই নিজের জায়গা পাকা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয়ের পাশাপাশি তাঁর নাচ, স্টেজ প্রেজেন্স এবং আইটেম নাম্বার দীর্ঘদিন ধরেই আলাদা করে নজর কেড়েছে দর্শকদের। সময়ের সঙ্গে সঙ্গে তিনি শুধু জনপ্রিয় অভিনেত্রী নন, ইন্ডাস্ট্রির অন্যতম ভরসাযোগ্য পারফর্মার হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

 

সম্প্রতি সেই জনপ্রিয়তারই আরেকটি বড় উদাহরণ সামনে এসেছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর গোয়ায় একটি নববর্ষের অনুষ্ঠানে মাত্র ছ’মিনিটের নাচের পারফরম্যান্সের জন্য তামান্না নাকি পেয়েছেন প্রায় ৬ কোটি টাকা। অর্থাৎ, প্রতি মিনিটে প্রায় ১ কোটি টাকা পারিশ্রমিক, যা তাঁকে দেশের অন্যতম দামী স্টেজ পারফর্মারদের তালিকায় নিয়ে এসেছে। ইন্ডাস্ট্রি সূত্রের দাবি, এই অঙ্ক তামান্নার চাহিদা এবং বহুল বাজারদরের স্পষ্ট ইঙ্গিত।

 

তামান্নার কেরিয়ারে নাচের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ, তা অস্বীকার করার জায়গা নেই। ‘জেলার’ ছবির ‘কাভালা’, ‘স্ত্রী ২’-এর ‘আজ কি রাত’ কিংবা ‘রেইড ২’-এর ‘নাশা’ এই গানগুলো শুধু জনপ্রিয়ই হয়নি, ডিজিটাল প্ল্যাটফর্মে মিলিয়ন ভিউ এনে দিয়েছে। প্রতিটি গানেই তামান্নার পারফরম্যান্স আলাদা করে আলোচনায় এসেছে এবং তাঁকে বিশেষ উপস্থিতির জন্য প্রথম সারির পছন্দে পরিণত করেছে।

 

এক সময় একাধিক ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করলেও, সাম্প্রতিক সময়ে তামান্না বিশেষ গান ও পারফরম্যান্সে বেশি মনোযোগ দিচ্ছেন। তবে এই পরিবর্তন তাঁর জনপ্রিয়তায় কোনও ভাটা আনেনি বরং উল্টোটা হয়েছে। জানা যাচ্ছে, ‘রেইড ২’-এর একটি বিশেষ গানের জন্য তিনি প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। এর আগে ‘জেলার’-এর জন্য তাঁর পারিশ্রমিক ছিল প্রায় ৩ কোটি টাকা।

 

বর্তমানে তামান্না শুধু সিনেমার পর্দাতেই নন, কর্পোরেট শো, বিয়ে এবং বড় মাপের ইভেন্টেও অন্যতম চাহিদাসম্পন্ন নাম। আয়োজকদের একাংশের মতে, তাঁর উপস্থিতি মানেই দর্শক টানার নিশ্চয়তা। সেই কারণেই বড় অঙ্কের পারিশ্রমিক দিতে পিছপা হচ্ছেন না কেউই।

 

সব মিলিয়ে, অভিনয় থেকে নাচ তামান্না ভাটিয়া এখন ইন্ডাস্ট্রির এমন এক জায়গায় দাঁড়িয়ে, যেখানে জনপ্রিয়তা, পারফরম্যান্স এবং পারিশ্রমিক-এই তিনটি ব্যাপারই একে অন্যের সঙ্গে তাল মিলিয়ে এগোচ্ছে।

 

প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর ৩৬ বছরে পা দিয়েছেন তমন্না । এই বিশেষ দিনটি তিনি উদ্‌যাপন করলেন কাছের বন্ধুদের সঙ্গে, অনেকটা ঘরোয়া কিন্তু আনন্দে ভরপুর পরিবেশে। অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু সুভেদ লোহিয়া ইনস্টাগ্রামে জন্মদিনের কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করে তমন্নাকে জানালেন আবেগমাখা শুভেচ্ছা। সেই ছবিগুলোতে দেখা গিয়েছে, তমন্না হাসিমুখে পোজ দিচ্ছেন বন্ধু সুভেদ ও অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে। ওই জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন তমন্নার ‘ভি শান্তারাম’ ছবির সহ-অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীও। মোট কথা, প্রিয় মানুষদের ভালবাসায় ভরেই কাটল তমন্নার জন্মদিনের রাত।

 


এদিকে কাজের দিক থেকেও তমন্না বেশ ব্যস্ত। সম্প্রতি তিনি অজয় দেবগণ ও রীতেশ দেশমুখ অভিনীত ‘রেইড ২’-এ বিশেষ ডান্স নম্বরে দেখা দিয়েছেন। পাশাপাশি ‘ওদেলা ২’-এও অভিনয় করেছেন। সামনে রয়েছে বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ও রোমিও’, যেখানে তাঁর বিপরীতে রয়েছেন শাহিদ কাপুর। এছাড়া সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে তাঁর ‘ভি শান্তারাম’ মুক্তির অপেক্ষায়, যা ২০২৬ সালে প্রেক্ষাগৃহে আসার কথা।