নিজস্ব সংবাদদাতা: অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় হলেন অভিনেত্রী দেবলীনা দত্তের নাতি। তাই সম্পর্ক অনুযায়ী দেবলীনাকে 'ঠাম্মি' বলে সম্বোধন করেন গৌরব। আজকাল ডট ইন-কে প্রথমবার এই কথা জানালেন অভিনেত্রী দেবলীনা দত্ত। কিন্তু এমন কোন সম্পর্কের কারণে গৌরবের 'ঠাম্মি' হয়ে গেলেন দেবলীনা? জানলে সত্যিই অবাক হবেন।

যে সম্পর্কের কোনও নাম হয় না, অস্তিত্ব না থাকলেও যে সম্পর্ক থাকে জীবন জুড়ে, তেমনই এক সম্পর্কে বহু বছর ধরে রয়েছেন দেবলীনা। সম্পর্কের এক প্রান্তে রয়েছেন দেবলীনা অন্য প্রান্তে মহানায়ক উত্তম কুমার। প্রথম প্রেম, প্রথম ভাললাগা দেবলীনার জন্য সবকিছুই আসলে উত্তম কুমার।

যে বয়সে প্রথমবার প্রেমের অর্থ বোঝেন, সেই সময় নাকি মহানায়ককে মন দিয়ে ফেলেন দিয়ে ফেলেন অভিনেত্রী। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই প্রেমের রং কিন্তু ফিকে হয়নি। নিজের মনেই নিজেকে উত্তম কুমারের স্ত্রীর জায়গায় বসিয়ে রাখেন তিনি। একথা নিজেই জানালেন অভিনেত্রী। মহানায়ক উত্তম কুমারকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানে এসে এই কথা জানান দেবলীনা। সঙ্গে বলেন, "আমি নিজেই গৌরবদের আমার ঠাম্মি ডাকতে বলেছি, ওরা আমায় তাই ডাকে। এক অদ্ভুত সম্পর্ক। এক অদ্ভুত অনুভূতি। সেইভাবে দেখতে গেলে আমি মনে মনে বহুদিন আগে থেকেই বিবাহিত।"

দেবলীনার জীবনে এই জায়গা যে অন্য কোনও পুরুষ কোনওদিন নিতে পারবেন না, সেটাও জানিয়ে দেন তিনি।