আজকাল ওয়েবডেস্ক: দিল্লির পর এবার জম্মু-কাশ্মীর। দুই সদ্যোজাত শিশুকন্যাকে হত্যার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় দুই সদ্যোজাত শিশুকন্যার দেহ উদ্ধার হয়। পুলিশ তদন্তে নেমে কন্যা সন্তানের বাবাকে জিজ্ঞাসাবাদ করে। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।

দেহদুটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এরপরই দেহদুটিকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। ঘটনার জেরে ওই এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। যেখানে গোটা দেশে নারীদের শিক্ষা, অবদান, উন্নতি নিয়ে এত জোরদার প্রচার চলছে সেখানে এই ধরণের নারকীয় ঘটনা যেন সমাজের অন্য এক অন্ধকার দিকের সন্ধান দেয়।

প্রসঙ্গত, বুধবারই দিল্লিতে দুই সদ্যোজাত শিশুকন্যার হত্যার ঘটনায় গোটা দেশ তাজ্জব। দিল্লিতে পুত্র সন্তানের বদলে কন্যাসন্তান হওয়ার জেরে বাবা নিজের দুই যমজ সন্তানকে মেরে নিজের বাড়ির চত্বরেই পুঁতে ফেলে। তবে পুলিশের তৎপরতায় নিজেকে বাঁচাতে পারেনি অভিযুক্ত। এই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই ফের কাশ্মীরে একই ঘটনার পুনরাবৃত্তি।