আজকাল ওয়েবডেস্ক:‌ বিশ্বকাপে ব্যর্থতা সঙ্গী। ঘরে ফিরল পাকিস্তান ক্রিকেট দল। সোমবার লাহোর পৌঁছয় দল। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্যে বেরিয়ে আসেন অধিনায়ক বাবর আজম। তাঁর পরিবারের সদস্যরা বিমানবন্দরে গিয়েছিলেন।  বাবরের ক্যাপ্টেন্সি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছিল, ইংল্যান্ড ম্যাচের পরই তিনি অধিনায়কত্ব ছেড়ে দেবেন। কিন্তু এখনও দেননি। পাক ক্রিকেট বোর্ডও বাবরের উপর বিরক্ত। শোনা যাচ্ছে, সতীর্থরাও নাকি চাইছেন না বাবর আর অধিনায়ক থাকুন। প্রাক্তনরাও নেতা বাবরকে নিয়ে বিরক্ত। এই অবস্থায় অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার কথা ভাবছেন বাবর। চলতি সপ্তাহেই তিনি পিসিবি প্রধান জাকা আসরফের সঙ্গে দেখা করবেন। আলোচনা করবেন। তারপরই সম্ভবত অধিনায়কত্ব ছাড়বেন বাবর। এমনটাই শোনা যাচ্ছে।  প্রসঙ্গত, ২০১৯ সালে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হন বাবর। ২০২১ সালে টেস্ট দলের অধিনায়কত্ব পান। তার নেতৃত্বে পাকিস্তান দুটো এশিয়া কাপ, দুটো টি২০ বিশ্বকাপ ও চলতি বিশ্বকাপ খেলেছে। কিন্তু ট্রফি নেই একটিতেও। তাই বাবরকে আর রাখতে চায় না পাক বোর্ডও। এমনটাই সূত্রের খবর। অধিনায়ক হওয়ার দৌড়ে আছেন শাহিন আফ্রিদি, শান মাসুদ ও সরফরাজ আহমেদ।