আজকাল ওয়েবডেস্ক: আধুনিক ক্রিকেটের দুই রত্ন শুভমন গিল এবং অভিষেক শর্মা। টি-২০ ক্রিকেটে দুই তারকাই নজর কেড়েছে। সব ফরম্যাটেই দক্ষ শুভমন। ইনিংস ধরে খেলতে পারেন। অন্যদিকে অনেক বেশি মারকুটে অভিষেক। ম্যাচের প্রথম বল থেকেই আক্রমণে যান। দু'জনেরই মেন্টর যুবরাজ সিং। তাঁর তত্ত্বাবধানেই বেড়ে উঠেছে পাঞ্জাবের দুই ক্রিকেটার। বিশেষ করে কোভিডের সময়। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন দু'জন। এই দলে ছিলেন পৃথ্বী শ এবং অর্শদীপ সিংও। ২০১৯ সালে জাতীয় দলে অভিষেক হয় গিলের। কিন্তু আরও ছয় বছর অপেক্ষা করতে হয় অভিষেককে। বর্তমানে ভারতের টেস্ট এবং একদিনের দলের অধিনায়ক শুভমন। অন্যদিকে টি-২০ ক্রিকেটে ভারতের একনম্বর ওপেনার অভিষেক।
এই দু'জনের পারফরমেন্সে গর্বিত যুবরাজ। বাকিদের থেকে তাঁরা কীভাবে আলাদা তার ব্যাখ্যা দেন প্রাক্তন তারকা। যুবরাজ বলেন, 'কোভিডের ঠিক আগে আমি দু'জনের সঙ্গে কাজ করা শুরু করি। আমার অবশ্যই মনে হয়, শুভমন একধাপ এগিয়ে আছে। ও ভারতের হয়ে দুটো ম্যাচ খেলে ফেলেছিল। সাধারণ ক্রিকেটারদের থেকে চারগুণ বেশি পরিশ্রমী। আমি যখনই কিছু বলতাম, ও নিজের ব্যাটিংয়ে সেটা কার্যকরী করার চেষ্টা করত। সেই জন্যই ও আজ এখানে আছে।'
শুভমনের ভূয়সী প্রশংসা করলেও, অভিষেককে বাদ দিলেন না যুবি। তবে তাঁর উত্থানকে একটি প্রক্রিয়া হিসেবে দেখতে চান। এই প্রসঙ্গে যুবরাজ বলেন, 'অভিষেকের বিষয়টা একটা প্রক্রিয়া। আমি ওকে বলেছিলাম, পরের চার বছর এটা করলে, ও অবশ্যই ভারতের হয়ে খেলবে। আইপিএল নয়, ওকে ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতে বলেছিলাম। চার বছর তিন মাস পর ভারতের জার্সিতে ওর অভিষেক হয়। কয়েকজনের নিজেদের প্রতিভা সম্বন্ধে ধারণা থাকে না। তবে ও বুঝেছিল। সেই প্রক্রিয়া মেনে চলায় রেজাল্ট পেয়েছে।' দু'জনের সঙ্গেই ঘনিষ্ঠ হলেও, দুই তারকার মধ্যে পার্থক্য খুঁজে পান যুবরাজ।
