আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে সমর্থন করলেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব সৈয়দ আশরাফুল হক। একসময় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সিইও ছিলেন তিনি। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিসিসিআইয়ের নির্দেশে অনুযায়ী কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুরকে রিলিজ করে দেওয়ার পর এই সিদ্ধান্ত জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। হক মনে করেন, ভারত সরকার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে পারলে, বল আবার বাংলাদেশের কোর্টে থাকবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন সচিব মনে করেন, বাংলাদেশ যদি শেষপর্যন্ত বিশ্বকাপ খেলতে ভারতে না যায় এবং টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে ক্ষতি হবে বাংলাদেশেরই। এছাড়াও বিসিসিআইয়ের সঙ্গে সম্পর্ক খারাপ হবে। আশরাফুল বলেন, 'আমার মনে হয়, এইক্ষেত্রে ভারত সবরকমের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করবে। তখন বল আবার আমাদের কোর্টে চলে আসবে। তারপর আমরা সিদ্ধান্ত নেব যাবো কি যাবো না। আমার অভিজ্ঞতা অনুযায়ী, টুর্নামেন্টের এক মাস আগে ভেন্যু বদল খুব সহজ হবে না। বাংলাদেশ যদি না খেলে, আইসিসি ভেন্যু বদল না করলেও যদি বাংলাদেশ বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেয়, বিশ্বকাপের আয়ের ভাগ পাওয়া যাবে না। সেটা বিসিসিআইয়ের সঙ্গে সরাসরি সংঘাত হবে।' 

নিজেদের দেশে আইপিএল সম্প্রচার বয়কট করে বাংলাদেশ। প্রসঙ্গত, মুস্তাফিজুর রহমানকে ৯.২ কোটিতে কেনে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বেগুনি জার্সিতে খেলা হবে না তাঁর। বিসিসিআইয়ের নির্দেশে ছেড়ে দিতে হয় মুস্তাফিজুরকে। আইপিএলে বাংলাদেশের একমাত্র প্লেয়ার হিসেবে ছিলেন তিনি। বাংলাদেশের হিন্দুদের ওপর আক্রমণের পর এমন সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। যা ভালভাবে নেয়নি বাংলাদেশ সরকার।