আজকাল ওয়েবডেস্ক: অবশেষে আইএসএল জট কাটল। জানা গেল কবে থেকে শুরু হবে দেশের একনম্বর লিগ। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, ১৪ ফেব্রুয়ারি শুরু হবে আইএসএল। অর্থাৎ, ভ্যালেন্টাইন্স ডের দিন আইএসএলের ঢাকে কাঠি পড়বে। সিঙ্গল লেগ হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে হবে লিগ। তবে লিগের ফরম্যাট এখনও জানানো হয়নি। মঙ্গলবার দিল্লিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং ক্রীড়ামন্ত্রকের সঙ্গে আলোচনায় বসে আইএসএলের ১৪টি ক্লাবের প্রতিনিধিরা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়াও বৈঠকে হাজির ছিলেন। জানিয়ে দেওয়া হয়, ১৪টি দলই আইএসএলে অংশ নেবে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া বলেন, 'কোর্টের সমস্যার জন্য আইএসএলের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা ছিল। তবে কেন্দ্রীয় সরকার, এআইএফএফ এবং ১৪টি ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর আইএসএল শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
মঙ্গলবার দিল্লিতে বৈঠকে উপস্থিত ছিলেন আইএসএলের ১৪টি ক্লাবের প্রতিনিধিরা। মোহনবাগান, মহমেডান ছাড়াও হাজির ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধিরা। ক্লাব জোটের মিটিংয়ে সামিল না হলেও, ফেডারেশনের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন লাল হলুদের কর্তারা। আসন্ন আইএসএল সিঙ্গেল লেগে হবে। তবে হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে হবে। এবারের আইএসএলের জন্য ২৪-২৬ কোটি টাকার অভ্যন্তরীণ বাজেট তৈরি করা হয়েছে। তারমধ্যে প্রায় ১০ কোটি দেবে ফেডারেশন। বাকিটা ক্লাবগুলো বহন করবে। তবে সূচি এখনও ঘোষিত হয়নি। শোনা যাচ্ছে, হোম এবং অ্যাওয়ে ফরম্যাটে খেলা হওয়ার পর নক আউট পর্ব হবে।

সোমবারও আইএসএল নিয়ে বৈঠকে ছিল। সেদিন বাজেট নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার সমস্ত ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এবং ফেডারেশন। এদিনই আইএসএল শুরুর দিনক্ষণ জানানো কথা ছিল। শোনা গিয়েছিল, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে আইএসএল। সেই মতো এদিন দেশের একনম্বর টুর্নামেন্টের তারিখ ঘোষণা করা হল। তবে আইএসএলের দিনক্ষণ ঘোষণা হলেও, একাধিক প্রশ্ন রয়ে গিয়েছে। আর্থিক বিষয়টি নিয়ে এখনও জট কাটেনি। পাওয়া যায়নি কোনও স্পনসরও। জানা গিয়েছে, ক্লাবগুলোকে আইএসএলের সম্ভাব্য রোডম্যাপ নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তাতে আর্থিক সমস্যা মেটার কোনও সম্ভাবনা নেই। কিন্তু লিগের কমার্শিয়াল পার্টনার কে? আইএসএল সম্প্রচারই বা কারা করবে? এই প্রশ্নগুলোর কোনও উত্তর এখনও পাওয়া যায়নি। শোনা যাচ্ছে, আবার নতুন করে টেন্ডার ডাকবে ফেডারেশন। ১০ জানুয়ারি নতুন করে টেন্ডার ডাকা হতে পারে।
