আজকাল ওয়েবডেস্ক:‌ লন্ডনের মাটিতে শারদোৎসবের সূচনালগ্নে ডোনা গাঙ্গুলির নৃত্য পরিচালনায় পরিবেশিত হল মহিষাসুরমর্দিনী। সঙ্গে দীক্ষামঞ্জরির শিল্পীরা, সঙ্গীতে আনন্দ গুপ্তের পরিচালনায় দক্ষিনায়ণ ইউকে এর শিল্পীরা। অনুষ্ঠান হয় লন্ডনের নেহরু সেন্টারে।