আজকাল ওয়েবডেস্ক: ‘চার বছর ধরে এই সিএএ আইন চালু হবে করে করেও করা হয়নি। ঠিক নির্বাচনের আগেই এই আইন চালু মানে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আইনটা আমি আগে দেখব তারপর আমি পরবর্তী সিদ্ধান্ত নেব’। মুখ্যমন্ত্রীর সাফ বক্তব্য, ভোটের আগে এটা বিজেপির রাজনৈতিক চাল।

এদিন তিনি বলেন, ‘আমি আগে আইনটা দেখব। যদি দেখি কোনো শ্রেণীর মানুষের ওপর বৈষম্য করা হচ্ছে সেটার কড়া বিরোধিতা করব। কোনো বৈষম্য মানব না’। সকলকে শান্ত থাকার বার্তাও দিয়েছেন মমতা। বলেছেন, "আধার কার্ড বাতিল করার চেষ্টা করেছিল। আমরা তার প্রতিবাদ করেছিলাম। এবারেও যদি সেরকম কিছু ঘটে আমরা আবারও প্রতিবাদ করব। সকলে নিশ্চিন্ত থাকুন।"