আজকাল ওয়েবডেস্ক: দুবাইয়ে অনুশীলনে ব্যস্ত ভারতীয় দল। ভারতের নেটে রোহিত শর্মাকে বেগ দিয়েছেন একজন বোলার। তাঁর ইনসুইং ইয়র্কার সামলাতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়েছেন হিটম্যান। অখ্যাত-অনামী এক বোলার রোহিতকে এতটাই ঝামেলায় ফেলেন যে ভারত অধিনায়ক চিৎকার করে বলতে থাকেন, আরে আমার পা ভাঙবে নাকি! পরে অবশ্য সেই বোলারের দারুণ প্রশংসা করেছেন রোহিত।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে রানে ফেরেন রোহিত। বর্ডার-গাভাসকর ট্রফিতে তাঁর ব্যাট শান্ত থেকে গিয়েছিল। তার আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধেও রোহিতের ব্যাট 'বোবা' থেকে গিয়েছে।
সেই রোহিতই ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে-তে সেঞ্চুরি হাঁকান। দুবাইয়ে ভারতের অনুশীলনে উপস্থিত হয়েছিলেন আওয়াস আহমেদ। তাঁর সুখ্যাতি করেন মহম্মদ আমিরও। সেই আওয়াস আহমেদ ভারত অধিনায়ককে দারুণ সমস্যায় ফেলেন নেট সেশনে।
পরে রোহিতকে ভিডিওয় বলতে শোনা গিয়েছে, ''দুর্দান্ত বোলার। তুমি তো আমার জুতো....পা ভাঙার চেষ্টা করছ ইনসুইং ইয়র্কার দিয়ে। তোমরা আমাদের খুব সাহায্য করছ। ধন্যবাদ। আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব।''
