টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমাগরম খবর কী?
রশ্মিকার ব্যাচেলরেট পার্টি
ব্যস্ত রুটিন থেকে সামান্য বিরতি নিয়ে একান্তে সময় কাটাতে শ্রীলঙ্কায় পাড়ি দিলেন অভিনেত্রী রশ্মিকা মন্দানা। ‘গার্লস অনলি’ ট্রিপে তাঁর সঙ্গী ছিলেন ঘনিষ্ঠ বন্ধুরা। সামাজিক মাধ্যমে এই সফরের একগুচ্ছ ছবি ভাগ করে নেওয়ার পরই অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে জোর চর্চা, বিয়ে আসন্ন বলেই কি এটি রশ্মিকার ব্যাচেলরেট ট্রিপ?
মঙ্গলবার সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শ্রীলঙ্কা সফরের নানা মুহূর্তের ছবি নিয়ে একটি পোস্ট করেন রশ্মিকা। ছবির ক্যাপশনে অভিনেত্রী জানান, সম্প্রতি তিনি দু’দিনের ছুটি পেয়েছিলেন এবং সেই সুযোগেই বন্ধুদের সঙ্গে শ্রীলঙ্কার একটি সুন্দর রিসর্টে সময় কাটাতে গিয়েছিলেন। স্বল্প সময়ের হলেও ‘গার্ল ট্রিপ’-এর আনন্দ যে আলাদাই, তা-ও স্পষ্ট করে জানান তিনি। পাশাপাশি লেখেন, তাঁর বন্ধুরাই তাঁর কাছে সবচেয়ে সেরা। যদিও ছবিতে সবাই উপস্থিত ছিলেন না।
শেয়ার করা ছবিগুলিতে দেখা যায়, শ্রীলঙ্কার বিভিন্ন মনোরম লোকেশনে রশ্মিকা ও তাঁর বন্ধুরা সময় কাটাচ্ছেন—কখনও সৈকতে, কখনও ঐতিহাসিক দুর্গের সামনে, আবার কখনও সমুদ্রতীরের পার্টি ভেন্যুতে। হলুদ রঙের সামার ড্রেসে সৈকতে পোজ দেওয়া থেকে শুরু করে শ্রীলঙ্কার পথে পথে ঘুরে বেড়ানোর মুহূর্ত, সবই ধরা পড়েছে তাঁর পোস্টে।
এই সফরের নির্দিষ্ট কারণ নিয়ে যদিও রশ্মিকা নিজে কিছু বলেননি, তবে অনুরাগীদের বড় অংশের ধারণা, বিয়ে আগে এটিই তাঁর ব্যাচেলরেট ট্রিপ। এক অনুরাগী মজার ছলে মন্তব্য করেছেন, ‘মিথ্যা বলবেন না, এটা আপনার ব্যাচেলরেট ট্রিপই, তাই না?’ আরেকজন লিখেছেন, ‘বিয়ের আগে মেয়েদের সঙ্গে এমন একটা ট্রিপ একেবারে দরকার।’ অনেকেই আবার ব্যস্ততার মধ্যেও পুরনো বন্ধুদের সঙ্গে সময় কাটানোর জন্য রশ্মিকার প্রশংসা করেছেন।
আগামী ফেব্রুয়ারিতে দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রশ্মিকা, এমন গুঞ্জন ইন্ডাস্ট্রির অন্দরে। সেই আবহেই এই শ্রীলঙ্কা সফর ঘিরে অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে।
রব-মিশেলের খুনে নয়া মোড়
প্রয়াত হলিউডের প্রবীণ পরিচালক ও অভিনেতা রব রাইনার এবং তাঁর স্ত্রী মিশেল সিঙ্গার রাইনার। লস অ্যাঞ্জেলসের বাড়ি থেকে তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারঘনিষ্ঠ একাধিক সূত্রের দাবি অনুযায়ী, ওই দম্পতির মৃত্যু হয়েছে তাঁদের বাড়িতেই। তবে এখনও পর্যন্ত পুলিশ আনুষ্ঠানিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করেনি এবং কোনও গ্রেপ্তারও করা হয়নি।
তদন্তের সঙ্গে যুক্ত একাধিক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছে, এই ঘটনায় দম্পতির ছেলে নিক রাইনার জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে।
লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, রবিবার বিকেল আনুমানিক সাড়ে তিনটে নাগাদ লস অ্যাঞ্জেলেসের একটি বাড়ি থেকে চিকিৎসার জন্য ফোন আসে। ঘটনাস্থলে পৌঁছে প্রথম সাড়া দেওয়া কর্মীরা সেখানে এক ৭৮ বছরের পুরুষ এবং এক ৬৮ বছরের মহিলাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে সূত্র মারফত তাঁদের পরিচয় নিশ্চিত করা হয়, তাঁরাই রব রাইনার ও মিশেল সিঙ্গার রাইনার।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ব্রেন্টউডে অবস্থিত তাঁদের বাড়িতেই দু’জনকে ছুরি দিয়ে খুন করা হয়েছে। তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে, দম্পতির ৩২ বছর বয়সি ছেলে নিক রাইনার জীবিত রয়েছেন এবং বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত এই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করা হয়নি।
অক্ষয়ের ব্যক্তিগত উদযাপন
বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর দৌড় অব্যাহত। এই সাফল্যের মাঝেই একদম ব্যক্তিগত ভাবে বিশেষ মুহূর্তটি উদযাপন করলেন অভিনেতা অক্ষয় খান্না। আলিবাগে নিজের বাংলোতে বাস্তুশান্তি হোম করালেন তিনি। শোনা যাচ্ছে, ওই ধর্মীয় অনুষ্ঠানের কিছু দৃশ্য সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পুরোহিত শিবম মাত্রে। সেই ভিডিওগুলির মাধ্যমেই দীর্ঘদিন পর অক্ষয়ের ব্যক্তিগত জীবনের এক ঝলক দেখতে পেয়েছেন অনুরাগীরা।
নিজের ব্যক্তিগত পরিসর নিয়ে বরাবরই অত্যন্ত সতর্ক অক্ষয়। তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন এবং খুব কমই তাঁকে প্রকাশ্য অনুষ্ঠান বা ইন্ডাস্ট্রির জমায়েতে দেখা যায়। সমসাময়িক অনেক অভিনেতার থেকে আলাদা পথে হেঁটে অক্ষয় সব সময় বিশ্বাস করেন কাজই তাঁর হয়ে কথা বলবে। তাই আলোকবৃত্ত নয়, নিজেকে আড়ালে রাখতেই ভালবাসেন অভিনেতা।
