আজকাল ওয়েবডেস্ক: চলতি মরশুমের শেষেই বায়ার লেভারকুসেন ছাড়তে চলেছেন জাভি অ্যালান্সো। চুক্তিপত্রের এক বিশেষ শর্ত অনুযায়ী, আগামী মরশুমে ফ্রি এজেন্ট হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি। রিয়াল মাদ্রিদ এবার কিলিয়ান এমবাপেকে দলে নেওয়ার পর সকলেই ভেবেছিলেন চোখ বুজে সব ট্রফি আসবে স্প্যানিশ ক্লাবেই।
কিন্তু প্রত্যাশার বিপরীতে গিয়ে কোনও ট্রফি ছাড়াই সিজন শেষ করার দিকে এগিয়ে রয়েছে রিয়াল। একমাত্র সুযোগ রয়েছে লা লিগা জেতার। তাও তাকিয়ে থাকতে হবে বার্সেলোনার দিকে। বড় অঘটন ঘটলে তবেই কাপ পেতে পারে রিয়াল। এই পরিস্থিতিতে বর্তমান হেড কোচ কার্লো অ্যান্সেলত্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে রিয়াল মাদ্রিদ।
জানা গিয়েছে, কার্লো নিজেও ক্লাব ছাড়ার কথা জানিয়েছেন। চলতি মরশুমে ক্লাবের পারফরম্যান্স নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে ইতালিয়ান কোচকে। জানা যাচ্ছে, কার্লোর পরিবর্তে বায়ার লেভারকুসেনের সফল কোচ জাবি অ্যালান্সোকেই নিয়োগ করতে চলেছে মাদ্রিদ। অ্যালান্সোর সঙ্গে বায়ার লেভারকুসেনের চুক্তি ২০২৬ সাল পর্যন্ত রয়েছে।
কিন্তু এক প্রতিবেদন অনুযায়ী, চুক্তিতে একটি বিশেষ শর্ত রাখা হয়েছে, যাতে লেখা হয়েছে রিয়াল মাদ্রিদ থেকে প্রস্তাব এলে ক্লাব ছাড়তে পারবেন তিনি। তবে আসন্ন মরশুমে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে অ্যালান্সোর কাজ বেশ কঠিন হবে বলে মনে করা হচ্ছে। বর্তমানে দলটির স্কোয়াড ভারসাম্যহীন এবং খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে, যা নতুন কোচের জন্য বড় চ্যালেঞ্জ।
