আজকাল ওয়েবডেস্ক: কমেডিয়ান সময় রায়নার রোস্ট শো ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’-এ বিতর্কিত মন্তব্যের জন্য সম্প্রতি প্রবল সমালোচনার মুখে পড়েছেন ইউটিউবার রণবীর এলাহাবাদিয়া। যিনি ‘বিয়ার বাইসেপস’ নামেও পরিচিত। সময় রায়নার শো-তে বিচারক হিসেবে উপস্থিত হয়েছিলেন রণবীর। এক প্রতিযোগীকে শো চলাকালীন তিনি জিজ্ঞাসা করেন, ‘আপনি কি প্রতিদিন আপনার বাবা-মায়ের মধ্যে যৌন সম্পর্ক দেখতে চান নাকি একবার যোগ দিয়ে সেটা চিরতরে বন্ধ করে দিতে চান?’। তাঁর এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় প্রবল বিতর্ক শুরু হয় এবং দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এর মধ্যেই সামনে আসে যে জনপ্রিয় পডকাস্টারকে ইনস্টাগ্রাম থেকে আনফলো করে দিয়েছেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি বিষয়টি নিয়ে জোর আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়।
অনেকেই কোহলির ‘ফলোয়িং’ তালিকার স্ক্রিনশট শেয়ার করেছেন, যা ভাইরাল হয়েছে। তবে এখনও পর্যন্ত বিরাট কোহলি বা রণবীর এলাহাবাদিয়ার পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তবে রিপোর্ট অনুযায়ী, ওই ঘটনার পর থেকে রণবীর ইতিমধ্যেই ৮,০০০-এর বেশি ফলোয়ার খুইয়েছেন। এই বিতর্ক ঘিরে শো-এর প্রযোজকসহ রণবীর এলাহাবাদিয়া, সময় রায়না, অপূর্বা মাখিজা এবং আশিষ চাঞ্চালানির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। দু-একদিনের মধ্যেই রণবীরকে পুলিশের সামনে হাজিরা দিতে হবে। তবে রণবীর ও সময় দু’জনেই প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন এবং ইউটিউব থেকে সংশ্লিষ্ট পর্বটি মুছে ফেলা হয়েছে। শুধু তাই নয়, ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ তাদের চ্যানেলের সব এপিসোড সরিয়ে দিয়েছে।
