আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন সুখকর হয়নি বিরাট কোহলির। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ছিলেন না। গতবছর মার্চের পর ঘরের মাঠে এই প্রথম টেস্ট খেলতে নামেন প্রাক্তন অধিনায়ক। চিপকে ব্যাট করতে নামার সময় ভক্তদের থেকে বিরাট অভ্যর্থনা পান। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে মাত্র ৬ রানে ফেরেন। অফ স্ট্যাম্পের বাইরে একটা বাজে শট খেলে আউট হন। তবে তাঁর আউট হওয়ার পদ্ধতি নিয়ে মাথা ব্যথা নেই কারোর। রান না পেলেও নেটমাধ্যমে ভাইরাল কোহলি। ম্যাচ শুরুর আগে তাঁর কার্যকলাপ সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে।
টেস্টের আগে কুলদীপ যাদবের সঙ্গে খুনসুঁটিতে মাতেন বিরাট। এদিন প্রথম একাদশে জায়গা হয়নি চায়নাম্যানের। কিন্তু ব্যান্ড নিয়ে প্রাক ম্যাচ প্রস্তুতি সারছিলেন কুলদীপ। আচমকা সেই ব্যান্ড টেনে ধরেন কোহলি। তারপর তাঁকে টানতে টানতে প্রায় বাউন্ডারি লাইনের কাছে নিয়ে যান। এই কান্ডে তিনি একা ছিলেন না। তাঁর দোসর হন ঋষভ পন্থ। ব্যান্ড ধরে কোহলি কুলদীপকে টেনে নিয়ে যাওয়ার সময় ভারতীয় স্পিনারের দুই পা তুলে ধরেন পন্থ। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মজার মজার মন্তব্য করে ফ্যানরা। একজন লেখেন, 'কুলদীপকে প্রথম একাদশের বাইরে টেনে নিয়ে যাচ্ছে।' আরেকজন লেখেন, 'কোহলি-পন্থ কুলদীপকে অপহরণ করছে।' বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে খোশমেজাজে ছিলেন কোহলি। কিন্তু হাসান মাহমুদের ফাঁদে পা দেন। তিন উইকেট নিয়ে ভারতের টপ অর্ডারকে ফেরান বাংলাদেশের পেসার। চেন্নাইয়ের মেঘাচ্ছন্ন আকাশ দেখে রোহিতদের ব্যাট করতে পাঠান বাংলাদেশ অধিনায়ক। শুরুটা ভাল হলেও অশ্বিন, জাদেজার জুটিতে দিনের শেষে ব্যাকফুটে শাকিবরা।
