আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ক্রিকেটে খারাপ ফর্ম অব্যাহত বিরাট কোহলির। চেন্নাই টেস্টের দুই ইনিংসেই ব্যর্থ তারকা ব্যাটার। প্রথম ইনিংসে ৬, এবং দ্বিতীয় ইনিংসে ১৭ রান করেন। প্রথম ইনিংসে হাসান মাহমুদের স্ট্যাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে আউট হন। দ্বিতীয় ইনিংসে ভুল সিদ্ধান্তের বলি হন। কোনও রিভিউ নেননি কোহলি। পরে আল্ট্রাএজে দেখা যায়, বল ব্যাটে লেগেছিল। রিভিউ নিলে আউট হতেন না। চলতি বছর ক্রিকেটের সব ফরম্যাটেই ব্যর্থ বিরাট। ১৫ ম্যাচ, ১৭ ইনিংসে মাত্র ৩১৯ রান করেন। গড় ১৮.৭৬। তারমধ্যে রয়েছে মাত্র একটি অর্ধশতরান। সর্বোচ্চ রান ৭৬। একমাত্র বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান পান। 

১১৪ টেস্টে ১৯৩ ইনিংস খেলে তাঁর রান ৮৮৭১। গড় ৪৮.৭৪। তারমধ্যে রয়েছে ২৯টি শতরান এবং ৩০টি অর্ধশতরান। কিন্তু বর্তমানে টেস্ট গড় খুবই কম। গত আট বছরে সবচেয়ে কম। এর আগে ২০১৬ সালে কোহলির টেস্ট গড় এবারের থেকেও কম ছিল। ২০২০ সালের পর থেকে লাল বলের ক্রিকেটে তেমন সাফল্য নেই কোহলির। মোট ৩০ টি টেস্ট খেলে তাঁর রান ১৬৬৯। গড় ৩২.৭২। রয়েছে মাত্র দুটো শতরান এবং আটটি অর্ধশতরান। সর্বোচ্চ রান ১৮৬। ২০২৩ থেকে ২০২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে পাঁচ টেস্ট এবং আট ইনিংসে মোট ৩৯২ রান তাঁর। গড় ৪৯। তারমধ্যে রয়েছে একটি শতরান এবং দুটো অর্ধশতরান। সর্বোচ্চ রান ১২১। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান পেতেই হবে কোহলিকে। আগের দু'বার ফাইনালে উঠেও নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার কাছে হারে ভারত। এবার চ্যাম্পিয়ন হতে মরিয়া থাকবেন রোহিতরা।‌ সেটা হতে গেলে রানে ফিরতেই হবে কোহলিকে।