আজকাল ওয়েবডেস্ক: কলকাতায় চলে এলেন বিরাট কোহলি। রবিবার কেকেআরের বিরুদ্ধে পরের ম্যাচ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তার আগে শুক্রবার সন্ধেয় দমদম বিমানবন্দরে পৌঁছে যান বর্তমানে ভারতীয় ক্রিকেটের একনম্বর আইকন। এদিন সন্ধে সাড়ে ছটা নাগাদ বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায় কোহলিকে। পরনে ছিল গোল গলা কালো ব্যাগী টি শার্ট, সাদা ট্রাউজার, মাথায় টুপি এবং চোখে চশমা। একাই বেরোতে দেখা যায় বিরাটকে। তাঁকে দেখামাত্র বিমানবন্দর চত্বরে ভিড় জমে যায়। সেলফি তোলার চেষ্টা করে ভক্তরা। তবে সটান বেরিয়ে গাড়িতে উঠে যান আরসিবির প্রাক্তন অধিনায়ক। শনিবার বিকেলে ইডেনে কেকেআর ম্যাচের চূড়ান্ত প্রস্তুতি সারবেন কোহলিরা। রবিবার সবুজ জার্সিতে নামবে বেঙ্গালুরু। সাতের মধ্যে টানা ছয় ম্যাচ হেরে টেবিলের লাস্টবয় আরসিবি। তবে ছন্দে আছেন বিরাট। ইতিমধ্যেই একটা শতরান করে ফেলেছেন। কিন্তু দলকে জেতাতে পারছেন না। রবিবার কলকাতা থেকেই ভাগ্যের চাকা ঘোরাতে চাইবে বিরাট অ্যান্ড কোম্পানি।
