বাংলা ছবির জগতে পরিচিত মুখ ঈশান মজুমদার। রহস্য থেকে প্রেমের গল্পে অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন তিনি। শুধু অভিনয়েই নয়, সাহিত্য জগতেও নিজের পরিচিতি গড়ে তুলেছেন ঈশান। গত বছর বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর লেখা দুটি বই। 'গোয়েন্দা গোগো ও ঘোঁতনপুরের ভূত' এবং 'মদনপুরের মামদো ভূতেরা ও কাউন্ট ড্রাকুলা'।
এর মধ্যে 'গোয়েন্দা গোগো'কে প্রথমবার নিজের প্রকাশনা সংস্থা 'ইনিকা পাবলিকেশন' থেকে নিয়ে এসেছেন তিনি। অন্যটি এসেছিল 'দেব সাহিত্য পরিষদ'-এর হাত ধরে। দুটি বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে ইলাস্ট্রেশন সবটাই একা হাতে করেছিলেন ঈশান। কার্টুনের প্রতি টান দেখা যায় টলিউডের আরেক তারকারও। অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তীও এই বিষয়ে আগ্রহী। এবার এই টানেই সাক্ষাৎ হল ঈশান ও চিরঞ্জিতের।
আজকাল ডট ইন-কে ঈশান বলেন, "এই মানুষটিকে আমি খুব ভালবাসি। সম্প্রতি দক্ষিণারঞ্জণ মিত্র মজুমদারের 'লালকমল নীলকমল' নিয়ে আমি ও আমার প্রকাশনা সংস্থা একটি কমিক্স করেছি যেটি মানুষ পছন্দ করছেন। আমার চিত্রনাট্য ও অলঙ্করণ করা এই কাজটি সোশ্যাল মিডিয়াতে আমি আমার মতো। করে প্রচার করছি। হটাৎ করে এই মানুষটির একটি মেসেজ আসে ফেসবুকএ। বলেন, তোর নতুন কাজের একটা করে কপি চাই। সেই মানুষটি আর কেউ নন উনি হলেন চিরঞ্জিত চক্রবর্তী। একাধারে মেগাস্টার, লেখক, পরিচালক, প্রযোজক, গায়ক, চিত্রকর।"

ইশান আরও বলেন, "সত্যজিৎ রায়ের সন্দেশ পত্রিকার কভার পেজ ডিজাইন উনিও করেছিলেন। ওঁর সঙ্গে কাজের সুবাদে আলাপ। ওঁর থেকে ফোনটা পেয়ে আমি একটু চমকে গিয়ছছিলাম। চলে গেলাম ওঁর বাড়ি দিয়ে আসতে আমার নতুন কাজ। দাদার আমাদের সঙ্গে থাকা, পাশে থাকা এক পরম পাওয়া।"
ছোটদের জন্য লেখা বই নিয়ে কি ভবিষ্যতে ছবি তৈরির পরিকল্পনা রয়েছে ঈশানের? আজকাল ডট ইন-কে ঈশান বলেছিলেন, "এখনকার ছোটদের মোবাইল থেকে দূরে সরানোর জন্য বাবা-মায়েরা কতকিছু করেন। কিন্তু ফল সেভাবে হয় না। যদি তাদের পছন্দ মতো গল্প বইয়ের পাতায় থাকে তাহলে হয়তো একটু হলেও মন বসবে ওই বইয়ের পাতায়। তাই লেখার শুরুতেই ছোটদের কথা মাথায় রাখি, ওদের পছন্দের দিকে খেয়াল রাখি।"
তিনি আরও বলেছিলেন, "কমিক নিয়ে ছবি তৈরি আগেও হয়েছে। তাতে শুধু ছোটদের নয়, বড়োদেরও খুব ভাল লাগে। আমি নিজে তো পরিচালনায় এখনই আসতে চাই না। তবে কোনও পরিচালক যদি ইচ্ছুক হন, অবশ্যই আমিও উৎসাহী এই বইয়ের উপর ভিত্তি করে ছবি করতে।"
