আজকাল ওয়েবডেস্ক:‌ বিহারে শুরু হল ভোটগ্রহণ। ২৪৩ আসনের বিহার বিধানসভা কেন্দ্রের মধ্যে বৃহস্পতিবার প্রথম দফায় চলছে ১৪১ কেন্দ্রে ভোটগ্রহণ। 


প্রসঙ্গত, বিহারে দু’‌দফায় হবে ভোটগ্রহণ। বৃহস্পতিবার হচ্ছে ১২১ আসনে ভোটগ্রহণ। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। ১৮ জেলার ১২১ কেন্দ্রে সন্ধে ৬টা অবধি চলবে ভোটগ্রহণ। কোনও কোনও জায়গায় অবশ্য এক ঘণ্টা আগে, বিকেল ৫টাতেই ভোটগ্রহণ শেষ হবে।


প্রথম দফায় ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৫ লক্ষেরও বেশি। ভাগ্য নির্ধারণ হবে ১,৩১৪ জন প্রার্থীর। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় তথা শেষ দফায় ১২২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে বিহারে। গণনা আগামী ১৪ নভেম্বর।


প্রথম দফায় পাটনা, দ্বারভাঙ্গা, সাহারসা, মধেপুরা, সারণ, গোপালগঞ্জ, বৈশালী, সমস্তিপুর, লখিসরাই, মুঙ্গের, বক্সার সহ একাধিক জেলায় ভোট চলছে। 


প্রথম দফাতেই ভাগ্য পরীক্ষা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের দুই পুত্র তেজপ্রতাপ যাদব ও তেজস্বী যাদবের। মহুয়া ও রাঘপুর থেকে লড়ছেন দুই ভাই। অন্যদিকে, বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ছাড়াও সদ্য বিজেপিতে যোগ দেওয়া গায়িকা মৈথিলী ঠাকুর, গায়ক–অভিনেতা খেসরিলাল যাদবেরও ভাগ্য নির্ধারণ হবে প্রথম দফায়। ইতিমধ্যেই ভোট দিয়েছেন লালুর দুই পুত্র। লালুপ্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীও ভোট দিয়েছেন। ভোট দিয়েছেন নীতীশ কুমারও। সকাল ন’‌টা অবধি ভোট পড়েছে ১৩ শতাংশ।


এদিকে, ভোট শুরু হওয়ার পরেই ভোটারদের পূর্ণ উদ্যমে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার সকালে সোশ্যাল মিডিয়ায় মোদি লিখেছেন, ‘‌গণতন্ত্রের উৎসবে আজ বিহারে প্রথম পর্যায়ের ভোটগ্রহণ হচ্ছে। এই পর্বে সকল ভোটারের কাছে আমার আবেদন, আপনারা পূর্ণ উদ্যমে ভোট দিন।’‌ ওই পোস্টেই বিহারের প্রথমবারের ভোটার যাঁরা, তাঁদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে ভোটারদের উদ্দেশে মোদির বার্তা, ‘‌মনে রাখবেন আগে ভোট, পরে আহার–বিশ্রাম।’‌ 


এসআইআর আবহে প্রথম নির্বাচন হচ্ছে বিহারেই। যেখানে বর্তমান মুখ্যমন্ত্রী (‌‌এনডিএ)‌ জোট নীতীশ কুমারের বিরুদ্ধে জোর লড়াই কংগ্রেস–আরজেডি জোটের।