'বানসারা' ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন পরিচালক আতিউল ইসলাম ও অভিনেতা বনি সেনগুপ্ত। ছবিতে আতিউলের পরিচালনায় বনিকে দেখা গিয়েছিল এক দুঁদে পুলিশ অফিসারের চরিত্রে। ছবি মুক্তির আগেই নতুন ছবির ভাবনায় পরিচালক। টলিপাড়ার অন্দরের খবর, এই ছবিতেও বনি সেনগুপ্তকে নিয়েই কাজ করতে চলেছেন পরিচালক। শুধু বনিই নন, ছবিতে আবারও একফ্রেমে ধরা দেবেন বনি-কৌশানী। অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে এই ছবিতে বনির বিপরীতে ভেবেছেন পরিচালক।
শোনা যাচ্ছে, এবার বনির লুকে এক আমূল পরিবর্তন আনতে চলেছেন পরিচালক। এই ছবিতে 'কমার্শিয়াল হিরো'র তকমাটা একেবারে ভেঙে ফেলতে দেখা যাবে বনিকে। আতিউলের পরিচালনায় এবার গ্রাম্য স্কুল শিক্ষকের চরিত্রে অভিনেতা। একেবারে ছাপোষা লুকে প্রথমবার বড়পর্দায় ধরা দিতে চলেছেন বনি সেনগুপ্ত।

টলিপাড়ায় কানাঘুষো শোনা যাচ্ছে, এই ছবিতে একেবারে ভিন্নধারার গল্প বলতে চলেছেন পরিচালক। তাই তথাকথিত নায়ক-নায়িকার রোম্যান্স থাকবে না। তবে প্রধান নারী চরিত্রে অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়কে দেখা যাবে এই ছবিতে। গল্পে তাঁর চরিত্রটি একজন সিআইডি অফিসারের। এছাড়াও দেখা যাবে টলিউডের বেশকিছু নামজাদা তারকাদের। শোনা যাচ্ছে, থাকতে পারেন রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, লাবনী সরকার, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, দেবাশিস মণ্ডল সহ আরও অনেকে।
ইতিমধ্যেই লুক টেস্টও নাকি হয়ে গিয়েছে অভিনেতা-অভিনেত্রীদের। সূত্রের খবর, আগামী ১১ নভেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং। ছবির কিছু অংশের শুটিং হবে মুর্শিদাবাদে এবং বাকিটা হবে কলকাতায়।
এই ছবির হাত ধরে বড়পর্দায় দর্শক আবারও পেতে চলেছেন বনি ও কৌশানীর জুটিকে। কৌশানীকে এর আগে পুলিশের তদন্তকারী অফিসারের চরিত্রে দেখেননি দর্শক। এই ছবিতে একেবারে ভিন্ন অবতারেই ধরা দেবেন নায়ক-নায়িকা। কিন্তু এই ছবিতে তাঁদের তথাকথিত প্রেম দেখানো হবে কিনা তা এখনও পর্যন্ত জানা যায়নি।
প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর পরিচালনায় 'পারব না আমি ছাড়তে তোকে' ছবিতে বনির বিপরীতে অভিনয়ে ডেবিউ করেছিলেন কৌশানী। তারপর একে একে বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। যদিও বর্তমানে এই জুটিকে ক্যামেরার সামনে খুব একটা দেখা যায় না। তবে সব সময়ই বনি-কৌশানী জানিয়েছেন ভাল চিত্রনাট্যের অপেক্ষায় আছেন তাঁরা। সেই অপেক্ষার এবার অবসান হতে চলেছে। অফস্ক্রিনেও যেমন তাঁদের কেমিস্ট্রি চোখ টানে দর্শকের। তেমনই পর্দায় তাঁদের অভিনয় পছন্দের তালিকায় জায়গা করেছে।
