সলমন খানের প্রাক্তন প্রেমিকা সোমি আলি সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে অভিনেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। এই অভিযোগগুলি বলিউড মহলে আলোড়ন সৃষ্টি করেছে। সোমি আলি দাবি করেছেন যে সলমন খান এখনও তাঁর জীবন অতিষ্ঠ করে তুলেছেন এবং কোনওভাবেই তাঁকে শান্তিতে একা থাকতে দিচ্ছেন না।
2
6
সোমি আলির অভিযোগ অনুযায়ী, সলমন খান তাঁকে ফোনে অপরিচিত নম্বর থেকে হুমকি দিয়েছেন। তিনি বলেন, সলমন তাঁকে হুমকি দিয়েছিলেন যে তাঁর বিরুদ্ধে কিছু বললে এর ফল ভাল হবে না। সোমি দাবি করেন, সলমন এই হুমকি সত্যি প্রমাণ করেছেন—অভিনেতা তাঁকে বলিউড থেকে 'বয়কট' করিয়েছেন।
3
6
এর ফলে ইন্ডাস্ট্রির তাঁর বন্ধুরা এখন তাঁর থেকে দূরে সরে গিয়েছেন। সোমি আরও অভিযোগ করেন, সলমন এবার হলিউডেও একই কাজ শুরু করেছেন। ভিডিওতে সোমি আরও দাবি করেন যে, সলমন তাঁর এবং তাঁর এনজিও 'নো মোর টিয়ার্স'-কে বদনাম করার চেষ্টা করছেন।
4
6
তিনি জানান, ১৯৯৮ সালে সলমন তাঁকে প্রতারণা করার কারণে তাঁরা সম্পর্ক ভেঙে দিয়েছিলেন। এরপরও সলমন তাঁকে ক্রমাগত বিরক্ত করছেন।
5
6
উদাহরণস্বরূপ তিনি বলেন, সলমন দুবাইয়ে তাঁর সৎ বোন এবং ভাগ্নের সঙ্গে দেখা করছেন, যা তিনি করছেন সোমির অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য। এর আগে মুম্বইয়েও সলমন তাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে সোমি অভিযোগ করেন।
6
6
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়েছে। নেটিজেনদের তরফে মিশ্র প্রতিক্রিয়া ভেসে আসছে এই বিষয়ে।