রবিবাসরীয় ভোর থেকেই জেলায় জেলায় ঘন কুয়াশা। বাতাসে হালকা শিরশিরানি থেকে কয়েকটি জেলায় হালকা শীতের আমেজ বেশ অনুভূত হচ্ছে। হেমন্তেই যেন শীতের আগমন।
2
8
আজ থেকে আগামী তিনদিনের মধ্যে বাংলার আবহাওয়ায় আরও খানিকটা বদল হবে। আগামী তিনদিনের মধ্যে হু হু করে নামবে পারদ। গোটা বাংলাতেই চলতি সপ্তাহে পারদ নিম্নমুখী থাকবে।
3
8
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিনদিনের মধ্যে গোটা বাংলায় রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা দু'-চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তারপরের তিনদিনে তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না।
4
8
অর্থাৎ আগামী সপ্তাহে হালকা শীতের আমেজ পাওয়া যাবে গোটা বাংলায়। সেই সঙ্গে একাধিক জেলায় ভোরের দিকে কুয়াশার দাপট দেখা যাবে।
5
8
গতকালের মতো আজ রবিবারেও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ও কোচবিহারের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
6
8
রবিবারেও এই পাঁচ জেলায় সকালের দিকে ঘন কুয়াশার কারণে কমবে দৃশ্যমানতা। পাঁচ জেলায় ৯৯৯ মিটার থেকে ২০০ মিটার পর্যন্ত কমে আসতে পারে দৃশ্যমানতা।
7
8
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় হালকা শীতের আমেজ থাকবে ভোরে ও সন্ধ্যায়।
8
8
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে বাংলার কোনও জেলাতেই আবহাওয়ার কোনও সতর্কতা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। আকাশ পরিষ্কার থাকবে।