বুধের উল্টো চালে কাঁপবে বিশ্বব্রহ্মাণ্ড! বইবে টাকার স্রোত, সৌভাগ্যের তালা খুলবে এই ৫ রাশির
নিজস্ব সংবাদদাতা
৮ নভেম্বর ২০২৫ ০৯ : ০৮
শেয়ার করুন
1
9
বৈদিক জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও সোজা-উল্টো গতি অর্থাৎ মার্গি কিংবা বক্রী চলনে ১২টি রাশির জীবনে শুভ-অশুভ প্রভাব ফেলে। শীঘ্রই বুধের বক্রী দশায় পাঁচ রাশির জীবনে ইতিবাচক বদল আসতে চলেছে।
2
9
সৌরমণ্ডলের সবচেয়ে ছোট গ্রহ হলেন বুধ। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজকুমার বুধকে তীক্ষ্ণ বুদ্ধি, বিবেক এবং যৌক্তিক ক্ষমতার কারক বলে মনে করা হয়। প্রতি ১৫ দিন অন্তর বুধ রাশি পরিবর্তন করেন। সঙ্গে নির্দিষ্ট সময় অন্তর নক্ষত্রও বদল করেন বুধ।
3
9
আগামী ১০ নভেম্বর বক্রী হতে চলেছে বুধ। এরপর ২৯ নভেম্বর বুধ সোজা পথে হাঁটবে। এর আগে চলতি বছরে দু’বার প্রতিগামী চলনে গিয়েছে গ্রহের রাজকুমার। জুলাই মাসে ২৫ দিনের জন্য এবং মার্চে ২৪ দিনের জন্য বুধ বক্রী হয়েছে।
4
9
বুধের এই বক্রী চলনে পাঁচ রাশির উপর শুভ প্রভাব পড়বে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
5
9
বৃষঃ পার্টনারশিপের ব্যবসায় লাভবান হবেন। ভাঙা সম্পর্ক জোড়া লাগতে পারে। পেশাগত ক্ষেত্রে নতুন সহযোগিতার সুযোগ আসবে। ব্যবসায় বিনিয়োগে ইতিবাচক ফল মিলবে, তবে সিদ্ধান্ত নিতে সময় নিন।
6
9
মিথুনঃ বুধ নিজেই মিথুন রাশির অধিপতি। এই সময় এই রাশির জাতকরা কোনও শুভ সংবাদ পেতে পারেন। কর্মক্ষেত্রে পুরনো কোনও কাজ বা অসম্পূর্ণ প্রকল্পে হঠাৎ সাফল্য আসতে পারে। হারানো সম্পর্ক নতুন করে ফিরে পেতে পারেন।
7
9
কন্যাঃ নিজের ভুল থেকে শেখার সুযোগ পাবেন। অফিস বা পরিবারের ভুল বোঝাবুঝি দূর হয়ে সম্পর্ক স্বাভাবিক হতে পারে। যারা নতুন করে কোনও কাজের পরিকল্পনা শুরু করতে চান, তাদের জন্য সময়টি উপযুক্ত। স্বাস্থ্যের উন্নতি হবে।
8
9
বৃশ্চিকঃ বুধ এই সময় বৃশ্চিক রাশিতেই অবস্থান করছে, তাই এই রাশির ওপর প্রভাব সবচেয়ে বেশি পড়বে। আত্মবিশ্বাস ফিরে আসবে, মানসিক দোলাচল কমবে। পুরনো সমস্যা বা আর্থিক জটিলতার সমাধান পাওয়া যেতে পারে। ব্যক্তিত্বের ইতিবাচক পরিবর্তন হবে।
9
9
মকরঃ পেশাগত ক্ষেত্রে বড় সাফল্য আসতে পারে। যারা পদোন্নতি, ট্রান্সফার বা নতুন চাকরির আশায় ছিলেন, তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। বুধের কারণে নেতৃত্ব ও কথা বলার ক্ষমতা বাড়বে। সমাজে মর্যাদা বৃদ্ধি পেতে পারে।