দিল্লি। দেশের রাজধানী। শীত আসার কিছু আগে থেকেই, সেই দিল্লি রোজ শিরণামে, দূষণের কারণে।
2
9
পরিস্থিতি বিচারে দিওয়ালিতে রাশ টানা হয়। কৃত্রিম বৃষ্টির চেষ্টা করা হয়। তবে এসব চেষ্টা প্রতিবছর চললেও, দিল্লি সেই একই তিমিরে দাঁড়িয়ে।
3
9
এবার কৃত্রিম বৃষ্টির জন্য বিপুল অঙ্কের খরচের পরেও কোনও সুরাহা হয়নি। উলটে দিল্লিবাসির জন্য আরও বড় ভয়ের কথা শুনিয়েছেন বিশেষজ্ঞরা এবং চিকিৎসকরা।
4
9
তাঁদের মতে, পুরু ধোঁয়াশার স্তর ভেদ করে পর্যাপ্ত আলো পৌঁছচ্ছে না দিল্লির বুকে। ফলে বাসিন্দাদের ভিটামিন-ডি'র ঘাটতি দেখা দিতে পারে।
5
9
তারমাঝেই জানা গেল, একিউআই বাড়তে বাড়তে ছাড়িয়ে গিয়েছে ৩৮৭। মরসুমের এখনও পর্যন্ত সব রেকর্ড ভেঙে ফেলেছে এই নম্বর।
6
9
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুসারে, শুক্রবার বিকেল ৪টায় বায়ু মানের সূচক ৩২২ছিল। ২৪ ঘণ্টা পর, শনিবার বিকেল ৪টায় ৩৬১-এ পৌঁছয়।
7
9
শনিবার সন্ধে থেকেই অতি খারাপ মান হতে থাকে দূষণের। শনিবার রাত এগারোটা নাগাদ একিউআই পৌঁছয় ৩৮৭-তে।
8
9
যদিও দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থার দায়িত্বপ্রাপ্ত কমিশন সুপ্রিম কোর্ট কর্তৃক বাধ্যতামূলক কঠোর জরুরি ব্যবস্থা গ্রহণ করেনি এখনও পর্যন্ত, স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই।
9
9
অর্থাৎ, বাতাসের মান অতি গুরুতর হয়ে ওঠার পরেও, তৃতীয় পর্যায়ের বিধিনিষেধ কার্যকর করার ঘোষণা করা হয়নি দিল্লিতে।