জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের স্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রহদের রাশি-নক্ষত্র পরিবর্তন ১২টি রাশির জাতক-জাতিকাদের জীবনে বদল আনতে পারে। ঠিক যেমন আজ শুক্রের নক্ষত্র পরিবর্তনে পাঁচ রাশির জীবনে ইতিবাচক পরিবর্তন হতে চলেছে।
2
10
শুক্র হল সম্পদ, সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য্য এবং বিলাসের কারক গ্রহ। শুক্রের এক রাশি থেকে অন্য রাশিতে যাওয়ার কারণে ব্যক্তিগত থেকে পেশাগত জীবন, সমস্ত খাতেই প্রভাব পড়ে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্র যখন কোনও ব্যক্তির উপর আশীর্বাদ বর্ষণ করে, তখন সেই ব্যক্তির জীবনে কোনও কিছুর অভাব হয় না। শুক্রের প্রভাবে জীবনে সুখ-সমৃদ্ধি বজায় থাকে।
3
10
আজ ৭ নভেম্বর রাত ৯:১৩ মিনিটে শুক্র স্বাতী নক্ষত্রে প্রবেশ করবে। ১৮ নভেম্বর বিকেল পর্যন্ত এই নক্ষত্রে অবস্থান করবে শুক্র। স্বাতী নক্ষত্রের অধিপতি হলেন রাহু যিনি পরিবর্তন, আকস্মিক ঘটনা ও অপ্রত্যাশিত ফলাফলের প্রতীক।
4
10
স্বাতী নক্ষত্র অবস্থান করছে তুলা রাশিতে, যা নিজেই শুক্রের ঘর। ফলে এই সময় শুক্র থাকবে অত্যন্ত শক্তিশালী অবস্থানে। রাহু ও শুক্রের প্রভাবে আর্থিক দিক থেকে অনেকে পেতে পারেন সৌভাগ্যের ছোঁয়া।
5
10
শুক্রের এই ঘর বদলে কয়েকটি রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
6
10
মেষ: শুক্র মেষ রাশির সপ্তম ঘরে গমন করবে। ফলে ব্যবসায়িক পার্টনারশিপ, দাম্পত্য জীবন ও নতুন চুক্তি-সব ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। রাহুর প্রভাবে বিদেশি সংস্থা বা নতুন ক্লায়েন্টের মাধ্যমে বড় অঙ্কের টাকা আসতে পারে।
7
10
কর্কট: কর্মক্ষেত্রে চমকপ্রদ উন্নতির ইঙ্গিত দিচ্ছে শুক্রের গোচর। অফিসে ঊর্ধ্বতন কর্তাদের প্রশংসা বা পদোন্নতি পেতে পারে । বিদেশভিত্তিক চাকরি, অনলাইন ব্যবসা বা পাবলিক রিলেশনসের কাজেও লাভের সম্ভাবনা প্রবল।
8
10
তুলা: শুক্র নিজ রাশিতে প্রবেশ করায় তুলা রাশির জন্য লাভজনক হবে। আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও আকর্ষণ ক্ষমতা বাড়বে। নিজস্ব ব্যবসা, সোশ্যাল মিডিয়া বা পার্সোনাল ব্র্যান্ডিং থেকে আয় হতে পারে। প্রেম সম্পর্কেও ইতিবাচক পরিবর্তন আসবে।
9
10
ধনু: ধনু রাশির জন্য শুক্রের ঘর বদল সামাজিক উন্নতির সময় আনবে। বন্ধু, সহকর্মী বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে অপ্রত্যাশিত লাভ হতে পারে। কেউ বিনিয়োগ করলে ভাল রিটার্ন পেতে পারেন, তবে ঝুঁকি বিবেচনা জরুরি।
10
10
কুম্ভ: রাহুর শক্তি কুম্ভ রাশির অনুকূলে কাজ করবে। বিদেশভিত্তিক ব্যবসা, উচ্চশিক্ষা বা প্রযুক্তি নির্ভর কাজে অপ্রত্যাশিত সুযোগ মিলতে পারে। দীর্ঘমেয়াদে এটি পেশাগত স্থিতি ও অর্থনৈতিক উন্নতি এনে দিতে পারে।