আজকাল ওয়েবডেস্ক: লা লিগায় রিয়াল মাদ্রিদ এবং ভ্যালেন্সিয়ার ম্যাচে বিতর্কিত ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। ম্যাচের ৭৯তম মিনিটে ভ্যালেন্সিয়ার গোলকিপার স্টোল দিমিত্রিয়েভস্কিকে ধাক্কা দেওয়ার কারণে ব্রাজিলিয়ান তারকাকে রেফারি সরাসরি লাল কার্ড দেখান। ম্যাচটি রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে জিতলেও কড়া শাস্তির মুখে পড়তে পারেন ভিনিসিয়াস। লা লিগার নিয়ম অনুযায়ী চার থেকে বারো ম্যাচের জন্য নিষেধাজ্ঞা ঝুঁকি রয়েছে ভিনির। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ভিনিসিয়াসের শাস্তি চার ম্যাচের ন্যূনতম পর্যায়ে থাকতে পারে। চার ম্যাচের নির্বাসন পেলে সুপারকোপা দি এসপানার সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে খেলতে পারবেন না ভিনি।
রিয়াল মাদ্রিদ ফাইনালে উঠলেও বার্সেলোনা বা অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে তাঁকে নাও দেখা যেতে পারে। ২০১৮ সালের জুলাই মাসে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া ভিনিসিয়াস এখনও পর্যন্ত ক্লাবের হয়ে ২৮৬টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি ৯৭টি গোল করেছেন এবং ৮৩টি অ্যাসিস্ট দিয়েছেন। সম্প্রতি তিনি ফিফা বেস্ট অ্যাওয়ার্ডে ২০২৪ সালের সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হন। প্রসঙ্গ, মেস্টালায় ম্যাচের প্রথমার্ধে ভ্যালেন্সিয়া ১-০ গোলে এগিয়ে ছিল। ২৭তম মিনিটে হুগো ডুরোর গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। কোর্তোয়া জাভি গুয়েরার শট দারুণভাবে রুখে দিলেও, রিবাউন্ড থেকে গোল করতে সফল হন ডুরো। প্রথমার্ধে মাদ্রিদ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও, ভাগ্য তাদের সঙ্গ দেয়নি স্প্যানিশ জায়েন্টের।
টুয়ামেনি এবং ভালভার্দে লং রেঞ্জ শটে সুযোগ তৈরি করার চেষ্টা করলেও তারা সফল হননি। সেবায়োসের পাস থেকে ভিনিসিয়াস একবার গোলকিপারের মুখোমুখি হলেও দিমিত্রিয়েভস্কি দুর্দান্ত সেভ করেন। দ্বিতীয়ার্ধে, দশজনের দল নিয়ে রিয়াল মাদ্রিদ ম্যাচ ঘুরিয়ে দেয়। ৮৫তম মিনিটে মড্রিচ এবং ইনজুরি টাইমে বেলিংহামের গোলে ম্যাচ জিতে তিন পয়েন্ট অর্জন করে লস ব্ল্যাঙ্কোস। এই জয়ের মাধ্যমে লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু জয়ের পরেও ভিনিসিয়াসের সম্ভাব্য নিষেধাজ্ঞা নিয়ে চিন্তায় রয়েছে রিয়াল মাদ্রিদ শিবির।
