আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে কুস্তির ৫০ কেজি বিভাগের ফাইনাল থেকে ছিটকে গিয়েছেন ভিনেশ ফোগাত। ১০০ গ্রাম ওজন বেশি থাকার জন্য ডিসকোয়ালিফাই করে দিয়েছে অলিম্পিক কমিটি। ভিনেশ ফোগাতের আবেদনের বিষয়ে শনিবারই রায় দিতে পারে কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্ট। রায় দেওয়ার আগে আরও কয়েক ঘণ্টা সময় চাওয়া হয়েছে। জানা গিয়েছে, শনিবার ভারতীয় সময় রাত ৯.৩০টার মধ্যেই রায় দিতে পারে আদালত। ১০০ গ্রাম ওজন বেশি থাকায় তাঁকে ৫০ কেজি ফ্রিস্টাইলের ফাইনালে অংশ নিতে দেওয়া হয়নি।




অলিম্পিক থেকে বাতিল করে দেওয়া হয়। তারপর ভারতীয় অলিম্পিক সংস্থার মাধ্যমে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থাকে আবেদন জানানো হয়। যা খারিজ হয়ে যায়। তারপর আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ হন ভিনেশ। দুটো আবেদন জানান। প্রথমত, তাঁকে ফাইনালে অংশ নিতে দেওয়ার অনুরোধ জানান। যা মঞ্জুর করা হয়নি। কিন্তু যৌথভাবে রুপো দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আদালতের তরফে বলা হয় অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানের আগেই রায় ঘোষণা হবে। তবে সূত্রের খবর, আজ রাত ৯.৩০টার মধ্যেই শুনানি হতে পারে।