অনেকেই মনে করেন শীতকালে রোদের তাপ অত থাকে না বলে ট্যান পড়ে না। কিন্তু এই ভাবনা একেবারেই ভুল। রোদে ঘুরে ঘুরে এই বিয়ের মরশুমে ত্বকের জেল্লার দফারফা হয়েছে? বিয়ে বাড়ি যাওয়ার আগে জেদি ট্যান তুলে ফেলুন ঘরোয়া উপায়ে। রান্নাঘরের এই দুই অতি চেনা উপাদানেই মাত্র ১৫ মিনিটেই দূর হবে ট্যান। কী সেই উপাদান? জায়ফল এবং কফি।
2
6
কফিতে নাইট্রিক অক্সাইড থাকে। এটি দূষণের কারণে ত্বকের যে ক্ষতি হয় সেটিকে মেরামত করে। জায়ফলে এমন একাধিক এনজাইম রয়েছে যা কিন্তু যত জেদি ট্যান হোক না কেন, সেটা দূর করে। ফলে এই দুইকে মিশিয়ে প্যাক বানিয়ে লাগালে সেটা ট্যান দূর করতে সাহায্য করে।
3
6
কীভাবে বানাবেন জায়ফল এবং কফির এই প্যাক? এক চামচ জায়ফল গুঁড়ো, আধ চামচ কফি, এক চামচ অ্যালোভেরা জেল এবং এক চিমটে হলুদ গুঁড়ো নিন। এবার এটাকে ভাল করে মেশান। তারপর তাতে যোগ করুন এক চামচ টক দই। আবারও সবটা ভাল করে মিশিয়ে মুখে এবং গলায় লাগান।
4
6
মিনিট ১৫ থেকে কুড়ি অপেক্ষা করুন এই প্যাক মুখে লাগানোর পর। এরপর হালকা গরম বা ঠান্ডা জলে মুখ ধুরে নিন। মুখ ধোয়ার সময় হালকা স্ক্রাবিংয়ের মতো ঘষে নিন। এতে ত্বকে জমে থাকা ময়লা দূর হবে। মুখ ধুয়ে ময়েশ্চরাইজার লাগিয়ে নিন।
5
6
অ্যালোভেরা জেল ত্বককে আর্দ্র রাখে। অন্যদিকে হলুদ ট্যান দূর করে যেমন, এতে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যে কোনও রকমের ব্রণ, ফুসকুড়ির হাত থেকে বাঁচায়। আর দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে উজ্জ্বল করে।
6
6
প্রতি সপ্তাহে এক থেকে দুই বার এই প্যাক লাগালেই উপকার পাবেন। রোজ রোদে বেরোনোর কারণে হোক বা বেরিয়ে আসার পর, কোনও রাসায়নিক প্যাক নয়, বরং রান্নাঘরের চেনা উপাদান দিয়েই জেদি ট্যান দূর করুন।