'গোলমাল' ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি নিয়ে চর্চার অন্ত নেই। 'গোলমাল ৫' ছবিতে কোন অভিনেত্রীদের দেখা যাবে, সেই নিয়ে ফিসফাস শোনা যাচ্ছে। আর এই আলোচনায় সম্প্রতি ঘৃতাহুতি দিলেন খোদ পরিচালক। 

কানাঘুষোয় শোনা যাচ্ছে, 'গোলমাল ৫' ছবিতে নাকি সৎ মা, মেয়ে জুটিকে একসঙ্গে দেখা যাবে। অর্থাৎ করিনা কাপুর খান এবং সারা আলি খানকে। 'গোলমাল' ফ্র্যাঞ্চাইজির আগের দু'টি ছবিতে, 'গোলমাল রিটার্নস' এবং 'গোলমাল ৩'-এ কাজ করেছেন বেবো। সেক্ষেত্রে এই খবর সত্যি হলে, সারা হবেন নতুন সংযোজন। তবে এই ঘোষণা কিন্তু পরিচালক বা ছবির নির্মাতাদের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে আসেনি। কিন্তু জল্পনা উসকে গিয়েছে রোহিত শেট্টির একটি কাজে। কী করেছেন তিনি? সম্প্রতি সমাজমাধ্যমে 'গোলমাল ৫' ছবিটির কাস্টিং নিয়ে এক ব্যক্তি পোস্ট করেছিলেন। সেখানেই দেখা যায় করিনা এবং সারার নাম। এই পোস্টে লাইক ঠুকেছেন এই ব্লকবাস্টার কমেডি  ফ্র্যাঞ্চাইজির পরিচালক। তাতেই অনেকে দু'য়ে দু'য়ে চার করে ভাবছেন, তবে কি সত্যিই 'গোলমাল ৫' -এ করিনা কাপুর খান এবং সারা আলি খান থাকছেন? 

ঠিক কী লেখা ছিল সেই পোস্টে? এই ভাইরাল পোস্টের তরফে লেখা হয়েছিল 'রোহিত শেট্টি তাঁর ব্লকবাস্টার কমেডি ফ্র্যাঞ্চাইজি গোলমাল ৫ -এর জন্য প্রস্তুত হচ্ছেন, এবং কাস্টিং রীতিমত সাড়া ফেলে দেওয়ার মতো। ইন্ডাস্ট্রির অন্দরের খবর, রোহিত নাকি করিনা কাপুর খান এবং সারা আলি খানের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছেন এই ছবিতে যুক্ত হওয়ার জন্য। আর দুই অভিনেত্রীই প্রাথমিক কথাবার্তার পর সম্মতি জানিয়েছেন।' 

কেবল এতটুকুই নয়, জানা গিয়েছে, করিনা কাপুর খানের নন্দাই, তথা অভিনেতা কুণাল খেমুও যুক্ত থাকবেন এই ছবির সঙ্গে। তবে পর্দার পিছনে থাকবেন তিনি। ক্রিয়েটিভ টিমে থাকবেন কুণাল, এমনটাই এই পোস্টে জানানো হয়েছে। দাবি করা হয়েছে, রোহিত তরুণ লেখকদের সঙ্গে মিলে স্ক্রিপ্ট বানাচ্ছেন, এবং ক্রিয়েটিভ অ্যাডভাইজার হিসেবে থাকবেন কুণাল। ফলে এই জল্পনা সত্যি হলে একদিকে তারকাদের লিগ্যাসি, অন্যদিকে নতুনদের ভাবনা, দুইয়ের মিশেল দেখা যেতে পারে 'গোলমাল ৫'-এ। 

এই বিষয়ে জানিয়ে রাখা ভাল, সারা আলি খানও রোহিত শেট্টির সঙ্গে কাজ করেছেন। অভিনেত্রী, পরিচালক জুটি বেঁধেছিলেন 'সিম্বা' ছবিতে। অন্যদিকে করিনা কাপুর 'গোলমাল' ফ্র্যাঞ্চাইজির দুই ছবি ছাড়াও, একাধিক ছবিতে রোহিত শেট্টির সঙ্গে কাজ করেছেন। কিন্তু যদি তাঁরা দুজনই একত্রে 'গোলমাল ৫' -এ কাজ করেন, সেক্ষেত্রে সৎ মা, মেয়ে জুটিকে এই প্রথমবারের জন্য অনস্ক্রিনে দেখা যাবে। তবে এটা কতটা জল্পনা, আর কতটা বাস্তব সেটা নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ঘোষণা এলেই বোঝা যাবে।