আজকাল ওয়েবডেস্ক: প্যারিস অলিম্পিকে আবার বিতর্ক। আচমকাই ছেঁটে ফেলা হল ২০ বছরের প্যারাগুয়ের সাঁতারু লুয়ানা আলোন্সোকে। তাঁকে ভিলেজ ছেড়ে চলে যেতে বলা হয়। কিন্তু কেন হঠাৎ এমন পদক্ষেপ নেওয়া হল? তাঁর বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করার অভিযোগ উঠেছে। প্যারিস অলিম্পিকে মাত্র ০.২৪ সেকেন্ডের জন্য মেয়েদের ১০০ মিটার বাটার ফ্লাইয়ের সেমিফাইনাল থেকে ছিটকে যান। প্যারাগুয়ের অলিম্পিক কমিটির প্রধান লারিসা স্কায়রারের একটি বিবৃতিতে বলা হয়েছে, 'ওর উপস্থিতি প্যারাগুয়ে দলের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি করছে। অ্যাথলিটদের ভিলেজে রাত না কাটানোর সিদ্ধান্ত সম্পূর্ণ ওর নিজের ছিল।' লুয়ানার এই আচরণে বিরক্ত দেশের অলিম্পিক প্রধান। 

তাঁর বিরুদ্ধে অভিযোগ, নিজেদের দেশের বাকি অ্যাথলিটদের সমর্থন না করে ডিজনিল্যান্ডে সময় কাটান লুয়ানা। টাইট জামাকাপড় পরে বাকি অ্যাথলিটদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন তিনি। এর পাশাপাশি বাকি অ্যাথলিটদের সঙ্গে অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন তিনি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেন লুয়ানা। তিনি বলেন, 'আমি সবাইকে জানাতে চাই যে আমাকে কোনও জায়গা থেকে ছাঁটাই করা হয়নি। ভুল তথ্য ছড়ানো বন্ধ করুন। আমি কোনও বিবৃতি দিতে চাই না। তবে মিথ্যে খবর আমাকে বিব্রত করতে পারবে না।' সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতে না পারায় সাঁতার থেকে অবসর ঘোষণা করেন ২০ বছরের অ্যাথলিট। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয় লুয়ানা। ইনস্টাগ্রামে প্রায় ৯ লক্ষ ফলোয়ার রয়েছে তাঁর।