আজকাল ওয়েবডেস্ক: ভারতের বিরুদ্ধে নামার আগে সমস্যায় ইংল্যান্ড শিবির। ব্রিটিশ পেসার শাকিব মাহমুদের ভিসা এখনও মঞ্জুর করা হয়নি। সেই কারণে আবু ধাবিতে ইংল্যান্ডের প্র্যাকটিস ক্যাম্পেও যোগ দিতে পারছেন না। তবে ইসিবি মনে করছে, শাকিবের ভিসা সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে। শুক্রবার কলকাতায় পা রাখছে ইংল্যান্ড। তার আগেই এই সমস্যার সমাধান হয়ে যাবে।
আবু ধাবিতে পেসারদের ক্যাম্পে জোফ্রা আর্চার, অ্যাটকিনসন, ব্রাইডন কার্স এবং মার্ক উডের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল শাকিবের। জেমস অ্যান্ডারসন বোলিং মেন্টর ইংল্যান্ডের।
পাক বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটাররা আগেও ভারতের ভিসা পেতে সমস্যায় পড়েছেন।একই কারণে গত বছর সমস্যায় পড়েছিলেন শোয়েব বশির।
বছর ছয়েক আগেও একই সমস্যায় পড়তে য়েছিল শাকিবকে। তবে শাকিবকে নিয়ে উদ্ভুত সমস্যার প্রেক্ষিতে কোনও মন্তব্য করেননি ইসিবি। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের আশা সঠিক সময়েই ভিসা পেয়ে যাবে শাকিব। ইংল্যান্ডের অন্য দুই পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আদিল রাশিদ ও রেহান আহমেদ অবশ্য ভিসা পেয়ে গিয়েছেন।
ভারতের মাটিতে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে ইংল্যান্ড। আগামী ২২ জানুয়ারি টি-টোয়েন্টি দিয়ে শুরু ব্যাট-বলের লড়াই।
