আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার অব্যবহিত পরেই কনিষ্ঠ ফরম্যাট থেকে অবসর গ্রহণ করে ফেলেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ইংল্যান্ড সফরে যাওয়ার আগে দুই তারকা ক্রিকেটারই পাঁচ দিনের ফরম্যাট থেকে অবসর নেন। 

অর্থাৎ কোহলি ও রোহিত এখন কেবল দেশের জার্সিতে ওয়ানডে-তে খেলবেন। দুই তারকাই ইঙ্গিত দিয়েছেন, ২০২৭ সালের বিশ্বকাপে তাঁরা নামবেন। কিন্তু আদৌ কি তাঁদের পক্ষে নামা সম্ভব হবে? কারণ সেই সময়ে দুই তারকারই বয়স বাড়বে। বিরাট ও রোহিতের বিশ্বকাপে খেলা প্রসঙ্গে দেশের প্রাক্তন অধিনায়ক  সৌরভ বলছেন, ''একবছরে ১৫টা ম্যাচ। ব্যাপারটা কিন্তু মোটেও সহজ নয়।'' 

তাঁদের প্রতি পরামর্শ প্রসঙ্গে মহারাজ বলছেন, ''আমার কোনও পরামর্শই নেই। খেলা সম্পর্কে আমার ধারণা যেরকম, ওদেরও সেরকমই। ভবিষ্যৎ নিয়ে ওরা নিজেরাই সিদ্ধান্ত নেবে। তবে সবারই বোঝা উচিত, ততদিনে খেলাটা অনেকটাই এগিয়ে যাবে ওদের থেকে। আবার ওরাও খেলাটার থেকে অনেকটাই সরে যাবে।'' 

রোহিত শর্মা সরে যাওয়ায় ভারতের ক্যাপ্টেন হন শুভমান গিল। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত অধিনায়কের শুরুটা দুর্দান্ত হয়েছে। সেঞ্চুরি করেন গিল। 

টেস্টে রোহিতের ফর্ম নিয়ে চিন্তিত ছিলেন সবাই। তাঁকে আর ধরছিলেন না নির্বাচকরা। দেওয়াললিখন পড়তে পেরে টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়ান রোহিত। কোহলিও আচম্বিতে পাঁচদিনের ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেন। 

সৌরভ মনে করেন, চলতি অ্যান্ডারসন-তেণ্ডুলকর ট্রফিতে ভাল রান পেতেন কোহলি। দেশের প্রাক্তন অধিনায়ক বলেন, ''কোহলি জানত টেস্টে গত পাঁচ বছর ভাল যায়নি। কিন্তু চ্যাম্পিয়নরা নিজেদের ফিরে পেতে জানে। ইংল্যান্ড সফরে বিরাট যদি থাকত, তাহলে ভাল রান পেত। কিন্তু কোহলি সিদ্ধান্ত নেয়, এবার সরে যাওয়ার সময় এসেছে।''