আজকাল ওয়েবডেস্ক: শুভমন গিলের ফুটওয়ার্কের প্রশংসায় সৌরভ গাঙ্গুলি। লিডসে টেস্ট ম্যাচের ওপেনিং দিনে তরুণ নেতার ফুটওয়ার্ক নিখুঁত ছিল। ভারতের অন্যতম সফল অধিনায়কের দাবি, এইভাবে চলতে পারলে বিদেশের মাটিতে ভুরিভুরি রান পাবেন গিল। প্রথম দিনের শেষে ১২৭ রানে অপরাজিত ছিলেন। ইনিংসে ছিল কয়েকটা চোখ ধাঁধানো ড্রাইভ। অত্যন্ত দক্ষতার সঙ্গে ইংল্যান্ডের আক্রমণ সামলান গিল। যা দেখে উচ্ছ্বসিত প্রাক্তন বোর্ড সভাপতি। সৌরভ বলেন, 'বিদেশের মাটিতে ওর পায়ের মুভমেন্ট দেখে আমি খুশি। অনেক উন্নতি করেছে। ফুটওয়ার্ক দারুণ ছিল। একটাও ভুল করেনি। ইংল্যান্ড ভাল বল করেনি। তবে গিল অনবদ্য। আশা করব এটা স্থায়ী হবে। যদি ইংল্যান্ডে এবং বিদেশের মাটিতে এইভাবে ব্যাট করতে পারে, ভবিষ্যতে প্রচুর রান করবে।' 

বিরাট কোহলি, রোহিত শর্মার অনুপস্থিতিতে পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। নেতৃত্বের ভার শুভমনের হাতে। মূলত তরুণ দল। ইংল্যান্ডের মাটিতে বড় চ্যালেঞ্জ। কিন্তু সৌরভের দাবি, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত নিয়ে তিনি কোনওদিন চিন্তিত ছিলেন না। কারণ প্রতিবার কোনও ঘাটতি নেই। সৌরভ বলেন, 'আমি ভারতীয় ক্রিকেট নিয়ে কোনওদিন চিন্তিত ছিলাম না। কেউ না কেউ ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেই। আমি যশস্বীর পারফরমেন্সে অবাক নই। ও দুর্দান্ত ব্যাটার। ওর সব ফরম্যাটে খেলা উচিত। ভারতে প্রতিভার অভাব নেই। চার-পাঁচজন অপেক্ষা করছে। সুযোগ পেলেই রান করবে।' সৌরভ জানান, বিরাট কোহলির পরিবর্ত খোঁজা সহজ নয়। তবে গিলের ব্যাটিংয়ে অবাক নন। এই প্রসঙ্গে সৌরভ বলেন, 'বিরাট ক্লাস প্লেয়ার। ওর পরিবর্ত খুঁজতে সময় লাগবে। আমি শুভমনের খেলা দেখে অবাক নই। ভারতীয় ক্রিকেটে প্রচুর প্রতিভা আছে। প্লেয়ারের উন্নতিতে অবদান রয়েছে রাজ্য অ্যাসোসিয়েশনের। ভারতীয় ক্রিকেটের সিস্টেম, ঘরোয়া ক্রিকেট, লিগ সবই উন্নত মানের।' দুই মহাতারকার অবসরে একেবারেই চিন্তিত নয় প্রাক্তন অধিনায়ক। বরং, গিলদের উজ্জ্বল ভবিষ্যতের বিষয়ে আশাবাদী।