আজকাল ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ প্রথম টেস্টের তৃতীয় দিনে নিজের পঞ্চম শতরান পান শুভমন গিল। ১৭৬ বলে ১১৯ রান করেন ভারতের তরুণ ব্যাটার। যার ফলে ৪ উইকেটে ২৮৭ রানে ইনিংস ঘোষণা করেন রোহিত শর্মা। জয়ের জন্য বাংলাদেশকে ৫১৫ রানের টার্গেট দেওয়া হয়। প্রথম ইনিংসে শূন্য করার পর দ্বিতীয় ইনিংসে শতরান। অনবদ্য প্রত্যাবর্তন গিলের। মেহদি হাসান মিরাজের বিরুদ্ধে এক রান নিয়ে শতরান সম্পূর্ণ করেন। একই সঙ্গে বেশ কয়েকটা নজির গড়ে ফেললেন গিল। রাহুল দ্রাবিড়ের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ওয়ান ডাউনে নেমে মাত্র ৩৫ টি ম্যাচ খেলে চেন্নাইয়ের চিপকে শতরানের নজির গড়লেন। ইনিংসে ১০টি চার এবং ৪টি ছক্কা হাঁকান শুভমন। ঋষভ পন্থের সঙ্গে জুটি বেঁধে ১৬৭ রান করেন। 

প্রায় দু'বছর পর টেস্ট ক্রিকেটে ফিরেই নজির গড়লেন পন্থ। ভারতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি শতরানের রেকর্ডে এমএস ধোনিকে ছুঁয়ে ফেললেন। গিলকে সঙ্গে নিয়ে বাংলাদেশের আক্রমণকে ভোঁতা করে দেন পন্থ। আরও একটি রেকর্ডের মালিক হলেন শুভমন। প্রথম ইনিংসে শূন্য করার পর প্রথম ব্যাটার হিসেবে বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে শতরানের নজির গড়লেন। চেন্নাই টেস্টে তাঁর এই একশো গিলকে এলিট গ্রুপে স্থান দিয়েছে। ওয়ান ডাউন ভারতীয় ব্যাটার হিসেবে দ্রাবিড় ছাড়া চিপকে শতরানের নজির গড়েন তিনি। শুভমন-ঋষভের দাপটে বাংলাদেশের সামনে রানের পাহাড় তৈরি করে ভারত। তাঁদের জোড়া শতরান রোহিতদের জয় সুনিশ্চিত করেছে। এখন শুধু সময়ের অপেক্ষা।