আজকাল ওয়েবডেস্ক: ত্রিপুরার বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে রনজি ম্যাচে খেলছেন না শ্রেয়স আইয়ার। কিন্তু এটা নিয়ে জল্পনা শুরু হয়েছে। কেন শ্রেয়স খেলছেন না তা নিয়ে একটা কানাঘুষো শুরু হয়েছে। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাঁধের চোটের জন্য শ্রেয়স খেলবেন না ত্রিপুরা ম্যাচ। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক মিম তৈরি হয়েছে।
যা নিয়ে আইয়ার রীতিমতো বিরক্ত। গুজব ছড়ানোয় আইয়ার নিজেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সবাইকে অনুরোধ করব এরকম খবর প্রকাশ করার আগে হোমওয়ার্ক করে নেবেন।’ এরপরেই সোশ্যাল মিডিয়াতেই অনেকেই আইয়ারের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন।
প্রসঙ্গত, ২৬–২৯ অক্টোবর রনজিতে মুম্বই–ত্রিপুরা ম্যাচ রয়েছে। সেই ম্যাচে আইয়ার খেলতে পারবেন না। পিটিআই সূত্রে খবর, ব্যক্তিগত কারণে তিনি ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছেন। মুম্বইয়ের নির্বাচক কমিটির সদস্যদেরও তিনি অনুরোধ করেছেন বিষয়টি সহানুভূতির সঙ্গে দেখার জন্য।
এটা ঘটনা, চলতি মরসুমে মুম্বইয়ের হয়ে প্রতিটি ম্যাচেই তিনি নেমেছেন। তার মধ্যে ইরানি ট্রফির ম্যাচও রয়েছে। আর গত সপ্তাহে মহারাষ্ট্রের বিরুদ্ধে করেছিলেন ১৪২।
