আজকাল ওয়েবডেস্ক: হেলিকপ্টার শটের জন্য বিখ্যাত মহেন্দ্র সিং ধোনি। বীরেন্দ্র সহবাগের মতো প্রাক্তন ক্রিকেটাররা বলে থাকেন, ধোনির আগে এই হেলিকপ্টার শট মেরেছেন মহম্মদ আজহারউদ্দিনও। কিন্তু ধোনি যেহেতু এই শট বেশি মেরেছেন, তাই সবাই বলে থাকেন এমএস ধোনির সিগনেচার শট হল হেলিকপ্টার শট। বন্ধুমহলে এই শট থাপ্পর শট বলে পরিচিত ছিল।
ধোনি কিন্তু এই শট শিখেছেন তাঁর বন্ধু সন্তোষ লালের কাছ থেকে। সন্তোষ লাল ধোনির বন্ধু। কিন্তু সেই সন্তোষ বেশি দিন বাঁচেননি। মাত্র ৩০ বছর বয়সে পেটের জটিল রোগে আক্রান্ত হয়ে সন্তোষ মারা যান।
দুই বন্ধু বিভিন্ন জায়গায় একসঙ্গে খেলতে যেতেন। সেই থেকেই তাঁদের বন্ধুত্ব আরও গাঢ় হয়। সন্তোষ খুব ভাল হেলিকপ্টার শট মারতে পারতেন। ধোনিও বন্ধুর দেখে এই শট মারা আসতে আসতে শিখে নেন। পরবর্তীকালে এই হেলিকপ্টার শট মেরেই বিখ্যাত হয়ে যান ধোনি।
অনেকেই ধোনি সম্পর্কে নানাবিধ মন্তব্য করে থাকেন। জাতীয় দলে খেলার সময়েই ধোনির কাছে খবর যায় বন্ধু সন্তোষ লাল ভুগছেন জটিল আসুখে। বন্ধুর চিকিৎসার জন্য ধোনি এগিয়েও আসেন। কিন্তু শেষরক্ষা হয়নি। সন্তোষ লাল সবাইকে কাঁদিয়ে চলে যান।
এখনও ধোনি হেলিকপ্টার শট মারলেই যেন প্রাণ প্রতিষ্ঠা হয় সন্তোষের। রাঁচির বন্ধুমহলে সন্তোষের কথা ওঠে।
