আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ বছর কাটিয়ে ফেললেও এখনও লাল বলের ক্রিকেটে হাতেখড়ি হয়নি সঞ্জু স্যামসনের। কিন্তু আশা ছাড়ছেন না ভারতের উইকেটকিপার ব্যাটার। এবার প্রকাশ্যেই টেস্ট খেলার ইচ্ছাপ্রকাশ করলেন সঞ্জু। মনের সুপ্ত বাসনার কথা খোলাখুলিভাবে গৌতম গম্ভীর এবং রোহিত শর্মাকে জানান তিনি। তার উত্তরে কী বলল টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট? জানা গিয়েছে, গম্ভীর এবং রোহিত মনে করেন, টেস্ট ক্রিকেটে সাফল্য পাওয়ার ক্ষমতা আছে সঞ্জুর। একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে নিজের টেস্ট অভিষেকের বিষয়ে আত্মবিশ্বাসী দেখায় ভারতের উইকেটকিপার ব্যাটারকে। পাশাপাশি জানান, লাল বলের ক্রিকেটে হাতেখড়ির জন্য বোর্ডের নির্বাচক কমিটির সিদ্ধান্ত অপেক্ষায় তিনি।
সঞ্জু বলেন, 'আমার বিশ্বাস লাল বলের ক্রিকেটে সাফল্য পাওয়ার ক্ষমতা আছে। আমার সেই দক্ষতা আছে। আমি নিজেকে শুধুমাত্র সাদা বলের ক্রিকেটে বেঁধে রাখতে চাই না। আমার স্বপ্ন ভারতের হয়ে টেস্ট খেলা। দলীপ ট্রফির আগে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট জানিয়েছিল, আমাকে লাল বলের ক্রিকেটের জন্য ভাবা হচ্ছে। এই বিষয়টিকে গুরুত্ব দিতে বলা হয় এবং আরও বেশি করে রঞ্জি ট্রফির ম্যাচ খেলার পরামর্শ দেওয়া হয়।' সদ্য শেষ হওয়া বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভাল খেলেন সঞ্জু। শেষ ম্যাচে শতরানও করেন। তার কৃতিত্ব অধিনায়ক সূর্যকুমার যাদব এবং গৌতম গম্ভীরকে দেন।
সঞ্জু জানিয়েছিলেন, 'সূর্য প্লেয়ারদের থেকে কী চায় সেটা স্পষ্টভাবে জানিয়ে দেয়। ও ভাল নেতা। প্লেয়াররা ওকে ভরসা করে। গৌতম ভাই সবসময় আমার পাশে থেকেছেন। আমার ওপর আস্থা রাখেন। যার ফলে আমি খেলাটা উপভোগ করতে পারি। সাধারণত ভারতের হয়ে খেলার সময় নিজের ভূমিকা নিয়ে ধারণা থাকে না। তবে এবার তিন সপ্তাহ আগে আমাকে জানিয়ে দেওয়া হয়, বাংলাদেশের বিরুদ্ধে আমি ওপেনার হিসেবে খেলব। নতুন ভূমিকার জন্য আমি মানসিকভাবে তৈরি ছিলাম।' বাংলাদেশ সিরিজ খেলেই রঞ্জিতে ফিরছেন সঞ্জু। আলুরে কর্ণাটকের বিরুদ্ধে পরের ম্যাচে খেলবেন। আসল লক্ষ্য, লাল বলের ক্রিকেট।
