আজকাল ওয়েবডেস্ক:‌ খবরের শিরোনামে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৯ বলে ৩১ রান করে চোটের জন্য বসে গিয়েছিলেন সঞ্জু। ম্যাচটি শেষ অবধি সুপার ওভারে জিতে নেয় দিল্লি। 


এদিকে, একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল সেই ভিডিওয় দেখা গেছে, সুপার ওভারের আগে টিম যখন আলোচনায় ব্যস্ত, তখন সেই আলোচনায় নেই খোদ অধিনায়ক। হেড কোচ রাহুল দ্রাবিড়, সহকারী সাইরাজ বাহুতুলে সহ টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরা ছাড়াও অন্যান্য ক্রিকেটাররা উপস্থিত ছিলেন। কিন্তু সঞ্জুকে সেই মিটিংয়ে দেখা যায়নি। তিনি কিছুটা দূরে ছিলেন। এই দৃশ্য দেখেই নেটিজেনরা বলতে শুরু করেছেন, সঞ্জুর সঙ্গে কী তাহলে দ্রাবিড়ের কোনও সমস্যা হয়েছে?‌ দলে কোনও দ্বন্দ্ব তৈরি হয়েছে?‌ এই প্রশ্নই তুলতে শুরু করেছেন অনেকে।


ভিডিওয় দেখা গেছে, দলের এক সদস্য স্যামসনকে কিছু বলছেন। এরপরই ওই ক্রিকেটার সেখান থেকে চলে যান। দিল্লি ক্যাপিটালসের এক ভক্ত বলেছেন, ‘‌মনে হচ্ছে রাজস্থান দলে কোনও ঝামেলা হয়েছে। দলের হার্ডলে স্বয়ং অধিনায়ক নেই। ডাগআউটের সামনে সব ক্রিকেটার রয়েছে। কিন্তু সঞ্জু একটু দূরে দাঁড়িয়ে একা একা।’‌


আরও অনেকেই মন্তব্য করেছেন। তাঁদের বক্তব্যও মোটামুটি এক। 


প্রসঙ্গত, এবার আইপিএলে প্রথম সুপার ওভার হল দিল্লি ও রাজস্থান ম্যাচে। সুপার ওভারে বাজিমাত করে দিল্লি।