আজকাল ওয়েবডেস্ক:‌ অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলার কথা রোহিত শর্মা ও বিরাট কোহলির। আইপিএলের পর দুই তারকাই আর ২২ গজে নামেননি। তাই ফিটনেস পরীক্ষা দিতে হয়েছে তাঁদের। যদিও রোহিত বেঙ্গালুরুতে ফিটনেস পরীক্ষা দিলেও বিরাট দেন লন্ডনে। যা নিয়ে নেটিজেনরা ভারতীয় ক্রিকেট বোর্ডকে (‌বিসিসিআই)‌ তোপ দেগেছেন। তবে জানা গেছে দুই ক্রিকেটারই ফিটনেস পরীক্ষায় পাস করেছেন।


যদিও রোহিতের ফিটনেস নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। কারণ মাঝখানে দেখা গিয়েছিল, তাঁর শরীরে অতিরিক্ত মেদ। যা নিয়ে রীতিমতো ট্রোল হতে হয়েছিল টিম ইন্ডিয়ার ওয়ানডে অধিনায়ককে। সেই রোহিত নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেছেন। ছিমছাম চেহারার রোহিতের সেই ছবি ভাইরালও হয়েছে। জানা গিয়েছে, ২০ কেজি ওজন ঝরিয়েছেন তিনি। 

 

আরও পড়ুন:‌ হাঁফ ছেড়ে বাঁচলেন পাকিস্তানের ব্রাত্য ক্রিকেটার, ধর্ষণের অভিযোগে পেলেন ক্লিনচিট...


আইপিএল শেষ হয়েছে প্রায় চার মাস হতে চলল। তাই দীর্ঘদিন ক্রিকেট থেকে দূরে রয়েছেন তিনি। তবে, অক্টোবরে রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ। সেই সিরিজের প্রস্তুতি নিতে স্ট্যামিনা ও স্ট্রেংথের উপর জোর দিয়েছেন তিনি। সম্প্রতি মুম্বই বিমানবন্দরে তাঁকে কালো পোশাকে দেখা গিয়েছিল। যা দেখে ভক্তরা তো অবাক! নেটিজেনরা বলছেন, ‘এয়ারপোর্ট লুকে’ হিটম্যানকে দেখে দারুণ লাগছে। ওজন কমানো দেখে তাঁরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রোহিতকে। এটা ঘটনা, ৯৫ কেজি থেকে ২০ কেজি ওজন কমিয়ে রোহিতের ওজন এখন ৭৫ কেজি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সম্প্রতি রোহিতের ডায়েট চার্ট প্রকাশ্যে এনেছে। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।


সেই ডায়েট চার্টে দেখা যাচ্ছে, 
সকাল ৭টা: ৬টা ভেজানো আমন্ড, স্প্রাউট, জুস
সকাল ৯.৩০: ফলের সঙ্গে ওটমিল, এক গ্লাস দুধ
সকাল ১১.৩০: দই, চিলা, ডাবের জল
দুপুর ১.৩০: সবজির তরকারি, ডাল, ভাত, স্যালাড
বিকেল ৪.৩০: ফ্রুট স্মুদি, ড্রাই ফ্রুটস
সন্ধে ৭.৩০: পনির ও সবজি, পোলাও, ভেজিটেবল স্যুপ
রাত ৯.৩০: এক গ্লাস দুধ, মিক্সড নাটস


প্রসঙ্গত, রোহিত শর্মা বরাবরই খেতে ভালবাসেন। একাধিকবার সে কথা রোহিত স্বীকারও করেছেন। ভাত–ডাল, বড়া পাও, বাটার চিকেন, বিরিয়ানি প্রেমের কথা অনেকেই জানেন। কিন্তু পুষ্টিবিদের পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করেছেন রোহিত। জানা গিয়েছে কার্বোহাইড্রেট, ভাজা খাবার এবং ক্যালোরি সমৃদ্ধ খাবারের থেকে মুখ ফেরাতে হয়েছে তাঁকে। এখন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য প্রস্তুত তিনি। অনেকেই বলছেন, কেবল অস্ট্রেলিয়া নয় ২০২৭ বিশ্বকাপে খেলতেও মরিয়া তিনি। তার জন্য নিজেকে ফিট রাখার প্রস্তুতিতে কোনওরকম খামতি রাখতে চাইছেন না ৩৮ বছর বয়সি এই ক্রিকেটার। 

এদিকে, সেপ্টেম্বরেই সম্ভবত হতে চলেছে বিসিসিআইয়ের নির্বাচন। বোর্ডের অন্দরে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। 

 

আরও পড়ুন:‌ চলতি মাসেই বিসিসিআই নির্বাচন?‌ সভাপতি পদে এগিয়ে কে জানুন ক্লিক করে 


যা খবর চলতি মাসের শেষ দিকেই হতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (‌বিসিসিআইয়ের)‌ নির্বাচন। সংবাদসংস্থার খবর ধরলে, তা আপাতত হচ্ছে লোধা আইন মেনে। কারণ, জাতীয় ক্রীড়া আইনের নিয়মকানুন ঠিক হতে এখনও সময় লাগবে। অত অপেক্ষা নাকি আর করতে ইচ্ছুক নয় ভারতীয় ক্রিকেট বোর্ড।