আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে জঘন্য ফর্মে ছিলেন। শেষ ম্যাচে জ্বলে ওঠেন। কিন্তু সেই শতরানের কোনও গুরুত্ব ছিল না। এবার হতাশজনক ফর্ম এবং অতি খারাপ নেতৃত্ব ভুলে আবার পুরোনো ছন্দে ফেলার পালা। এমএস ধোনিকে ছোঁয়ার হাতছানি রয়েছে। ইংল্যান্ড সিরিজেই গুরুকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে শিষ্যের সামনে। ভারতের সবচেয়ে সফল উইকেটকিপার ব্যাটার হওয়ার হাতছানি থাকছে। ২০১৮ সালে টেস্ট ক্রিকেটে হাতেখড়ি হওয়ার পর, বিদেশের মাটিতে তাঁর খেলার ধরন নজর কেড়েছে। একার হাতে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। তবে চোখ ধাঁধানো শটের পাশাপাশি বিশ্রী আউটও হন। তবে বিদেশের মাঠে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখেন। যা তাঁর পরিসংখ্যান থেকেই স্পষ্ট।
ছয় শতরানের মধ্যে চারটেই দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায়। শুরুটা মন্থর করলেও পিচ বুঝে নেওয়ার পর আগ্রাসী হন। প্রায়শই মাটিতে পড়ে গিয়ে এক হাতে ছক্কা মারতে দেখা যায়। এবার ধোনিকে টপকে যাওয়ার সুযোগ রয়েছে। আর একটি শতরান করলেই পেছনে ফেলে দেবেন ক্যাপ্টেন কুলকে। বর্তমানে ছটি শতরান তাঁর। ধোনিরও একই। ইংল্যান্ডের মাটিতে একটি সেঞ্চুরি করলেই টেস্টে ভারতীয় উইকেটকিপার ব্যাটার হিসেবে সর্বাধিক শতরানের মালিক হবেন পন্থ। আরও একটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে ২৬ টেস্টে ১৬৮১ রান তাঁর। গড় ৩৭.৩৫। রয়েছে চারটে শতরান এবং পাঁচটি অর্ধশতরান। একটি অর্ধশতরান করলেই 'সেনা' দেশে এশিয়ার সর্বোচ্চ রান সংগ্রহকারী উইকেটকিপার ব্যাটার হবেন। ছাপিয়ে যাবেন ধোনিকে। ৩২ ম্যাচ ৬০ ইনিংসে প্রাক্তন অধিনায়কের রান ১৭৩১। গড় ৩১.৪৭। রয়েছে ১৩টি অর্ধশতরান। আসন্ন ইংল্যান্ড সিরিজ পন্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতীয় এ দলের হয়ে ধারাবাহিকতা দেখাচ্ছে ধ্রুব জুরেল। পন্থের সঙ্গে টক্কর দিতে পারেন। তাই ইংল্যান্ড সিরিজে জ্বলে উঠতে মরিয়া থাকবেন।
