আজকাল ওয়েবডেস্ক: লেগানেসকে হারিয়ে কোপা দেল রে-র সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ। বুধবার লেগানেসের মাঠে হোম টিমকে ৩-২ গোলে হারিয়ে সেমিতে কোয়ালিফাই করেছে স্প্যানিশ জায়ান্টস। খেলার শুরুতেই মাদ্রিদের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন লুকা মদ্রিচ ও তরুণ ফরোয়ার্ড এন্ড্রিক। কিন্তু শুরুতে লিড নিয়েও বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি মাদ্রিদ। লেগানেসের হয়ে হুয়ান ক্রুজ জোড়া গোল করে সমতা ফেরান। একসময় মনে হচ্ছিল যখন খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। কিন্তু ইনজুরি টাইমের শেষে তখনই ব্রাহিম দিয়াজের দুর্দান্ত ক্রস থেকে ২০ বছর বয়সী গঞ্জালো হেডে এগিয়ে যায় রিয়াল। সামনে রিয়ালের কাছে পরপর দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে। চোটের কারণে কোপা দেল রে-র কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যামকে পায়নি।
এছাড়াও, রক্ষণভাগে একাধিক খেলোয়াড়ের চোটের কারণে এদিন দলে জায়গা পেয়েছিলেন তরুণ ডিফেন্ডার জ্যাকব রামন ও রাউল অ্যাসেনসিওকে। ম্যাচ শেষে রিয়াল কোচ কার্লো অ্যান্সেলত্তি জানান, ‘গঞ্জালো রিজার্ভ দলে দুর্দান্ত ছন্দে ছিলেন। এই ম্যাচেও সেটা প্রমাণ করে দেখিয়েছে। আমাদের তরুণ খেলোয়াড়রা বর্তমানে ভাল পারফর্ম করছে। পর্যাপ্ত অভিজ্ঞতার অভাব থাকলেও মাঠে নামতে তারা প্রস্তুত’। প্রসঙ্গত, মাদ্রিদ শুরু থেকেই এদিন দারুণ ছন্দে ছিল এবং ১৮তম মিনিটে রড্রিগোর দুর্দান্ত অ্যাসিস্টে লুকা মদ্রিচ গোল করে দলকে এগিয়ে নেন। তার কিছুক্ষণ পরেই তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার এন্ড্রিক ডি-বক্সের মধ্যে বল পেয়ে লস ব্লাঙ্কোসদের লিড আরও বাড়িয়ে দেন। অন্য ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ মঙ্গলবার গেটাফেকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেমিফাইনালে পৌঁছেছে।
