আজকাল ওয়েবডেস্ক:‌ আইপিএলে এবার একাধিক দল হোম অ্যাডভান্টেজ পাচ্ছে না বলে অভিযোগ তুলেছে। তালিকায় সবার আগে নাম কলকাতা নাইট রাইডার্সের। এছাড়া তালিকায় রয়েছে লখনউ সুপার জায়ান্টসের নামও। অন্যান্য দলও তুলেছে হোম অ্যাডভান্টেজ না পাওয়ার অভিযোগ। তার মধ্যে রয়েছে আরসিবি, সিএসকেও। যা নিয়ে নানা মুনির নানা মত।


রাজস্থান রয়্যালসের হেড কোচ রাহুল দ্রাবিড় আবার বলছেন, অনেক ফ্রাঞ্চাইজিতেই অনেক নতুন ক্রিকেটার এসেছে। ফলে হোম উইকেটের সঙ্গে অতটা ধাতস্থ হতে পারেনি। এর ফলেই হয়ত হোম অ্যাডভান্টেজ না পাওয়ার অভিযোগ উঠছে। রাহুলের কথায়, ‘‌এই বিষয়টা একেকটা মাঠের পরিবেশের উপর নির্ভর করে। আমি নিশ্চিত নই কোন ফ্রাঞ্চাইজি পিচ কিউরেটরের কাছে কী আবদার করেছে। বা চেয়েছে। তবে এটুকু বলব দলগুলি নিলামে অনেক নতুন ক্রিকেটারকে নিয়েছে। সেই ক্রিকেটারদের উইকেটের সঙ্গে ধাতস্থ হতে সময় লাগছে বলেই এই কথাগুলো উঠছে।’‌


উদাহরণ হিসেবে দ্রাবিড় রাজস্থানের নীতীশ রানা বা আরসিবির ফিল সল্টের কথা বলেছেন। তাঁর কথায়, ‘‌মেগা নিলামের পর অনেক দলেই পরিবর্তন হয়েছে। অনেক নতুন ক্রিকেটার এসেছে। হোম দলে সুযোগ পেলেও অনেকে হয়ত সেই মাঠে প্রথমবার খেলতে নামল। যেমন কেকেআর থেকে আরসিবিতে এসেছে ফিল সল্ট। আবার কেকেআর থেকে রাজস্থানে এসেছে নীতীশ রান। এদের ক্ষেত্রে চিন্নাস্বামী বা জয়পুরের মাঠ নতুন তো বটেই।’‌ 


দ্রাবিড়ের মতে, এই নতুন ক্রিকেটারর যত ম্যাচ এগোবে তত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেবেন। দ্রাবিড় যোগ করেছেন, ‘‌মেগা নিলামের পর দলে যখন বদল আসে, তখন হোম অ্যাডভান্টেজ বিষয়টা অতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে। কিন্তু মরসুম এগোলে সেই ক্রিকেটারদের ধরে রাখলে তখন তাঁরাই উইকেটের সঙ্গে মানিয়ে নেবেন। তখন হয়ত এই প্রশ্ন আর উঠবে না।’‌