আজকাল ওয়েবডেস্ক: ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ শুরুর আগে শিরোনামে টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। তবে কোনও ক্রিকেটীয় কারণে নয়, বেঙ্গালুরুর রাস্তায় একজন অটো চালকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রাহুল দ্রাবিড়। সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। ঠিক কী ঘটেছিল? মঙ্গলবার বিকেলে মাল বোঝাই করা অটোর সঙ্গে ধাক্কা খায় কিংবদন্তি ক্রিকেটারের গাড়ি। তাতেই মেজাজ হারান দ্রাবিড়। নিজের মাতৃভাষায় অটো চালকের সঙ্গে ঝগড়া করতে দেখা যায় ভারতীয় দলের প্রাক্তন কোচকে। সেই ভিডিও তোলেন একজন পথচারী। ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। তবে গাড়ি দ্রাবিড় চালাচ্ছিলেন কিনা বোঝা যায়নি। ঘটনায় কেউ আহত হয়নি। ঘটনাটি সন্ধে সাড়ে ছ'টা নাগাদ ঘটেছে।
একটি সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুর ব্যস্ততম রাস্তা কানিংহ্যাম রোডে এই ঘটনা ঘটে। সূত্রের খবর অনুযায়ী, ইন্ডিয়ান এক্সপ্রেস জংশন থেকে হাই গ্রাউন্ডের দিকে যাচ্ছিলেন দ্রাবিড়। ট্র্যাফিক সিগন্যালে তাঁর গাড়ি দাঁড়িয়ে থাকাকালীন পেছন থেকে এসে ধাক্কা মারে অটো। জানা গিয়েছে, ঘটনাস্থল ছাড়ার আগে অটো ড্রাইভারের মোবাইল নম্বর দেন দ্রাবিড়। অটোর রেজিস্ট্রেশন নম্বরও নেন তিনি। তবে এখনও কোনও কেস ফাইল করা হয়নি। যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, সেখানে ব্রেক নিয়ে কিছু বলতে শোনা যায় দ্রাবিড়কে। সাধারণত শান্ত স্বভাবের। খেলোয়াড় জীবনও মাথা গরম করতে সচরাচর দেখা যায়নি প্রাক্তন তারকাকে। বচসায় জড়ানো দূর অস্ত। তাই ভিডিওয় দ্রাবিড়কে এই ভূমিকায় দেখে অবাক নেটিজেনরা। প্রসঙ্গত, টিম ইন্ডিয়াকে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করার পর হেড কোচের পদ থেকে সরে যান দ্রাবিড়। আবার ফেরেন আইপিএলে। হেড কোচ হিসেবে রাজস্থান রয়্যালসে যোগ দেন। আইপিএলের মেহা নিলামে ছিলেন। যেখানে ১৩ বছরের বৈভব সূর্যবংশীকে কিনে কনিষ্ঠতম ক্রিকেটারকে নেওয়ার রেকর্ড গড়ে রাজস্থান রয়্যালস।
