অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে বিদেশি তারকাদের ভিড়ের মাঝেও আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল এক ভারতীয় নাম। মনীশ মলহোত্রা। কিম কার্দাশিয়ান, খ্লোয়ি কার্দাশিয়ানদের মতো তারকাদের পোশাক ডিজাইন করেছিলেন তিনি। কিন্তু তাঁর পোশাকের থেকে বেশি আলোচনার কেন্দ্রে চলে আসে হলিউড তারকা খ্লোয়ির মুখ থেকে বেরোনো মাত্র একটি শব্দ, যা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চার জন্ম দেয়। লেহঙ্গার প্রশংসা করতে গিয়ে মনীশকে ‘লোকাল ডিজাইনার’ বলে বসেন তিনি। আর তার পরেই বিতর্ক আর মিমে ভরে যায় সোশ্যাল মিডিয়া। সেই ভাইরাল মুহূর্ত নিয়ে দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে নিজের মতো করেই পুরো বিষয়টি নিয়ে মুখ খুললেন মনীশ।

এক কথোপকথনে ৫৭-র তারকা ডিজাইনার জানান, ওই মন্তব্যে তিনি একেবারেই আঘাত পাননি। বরং শব্দটিকে তিনি গর্বের সঙ্গেই গ্রহণ করেছেন। মনীশ বলেন,“আমি লোকাল। খুব গর্বের সঙ্গে বলছি, আমি একজন মুম্বইকার। মুম্বই আমার শহর, আর চিরকাল তাই থাকবে। এই শহরটাই আমার সবচেয়ে প্রিয়। ভারত, ভারতীয় মানুষ, সব মিলিয়ে আমি লোকালই। আর সেটাই একদম ঠিক আছে।”

তিনি আরও জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার পর খ্লোয়ি নিজেই তাঁকে মেসেজ করেছিলেন। মনীশের কথায়, “ওই জায়গা থেকেই খ্লোয়ি আমাকে মেসেজ করে ধন্যবাদ জানায়। পরে ‘লোকাল’ কথাটা নিয়েও লেখে। আমি ওকে বলেছিলাম, এতে কোনও সমস্যা নেই। বিষয়টা শুধু খুব জনপ্রিয় হয়ে গিয়েছিল।”

তবে এই ঘটনায় দেখার মতো ছিল ভারতীয় অনুরাগীদের প্রতিক্রিয়া। ভিডিও ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় মনীশের পাশে দাঁড়ান অসংখ্য মানুষ। বলিউডের প্রথম সারির তারকা হোক বা বড় বাজেটের কোনও প্রজেক্ট, সব ক্ষেত্রেই মনীশ মলহোত্রার পোশাক মানেই আলাদা এক স্টাইল স্টেটমেন্ট। তাঁর ডিজাইন বহু বছর ধরেই ইন্ডাস্ট্রির অবিচ্ছেদ্য অংশ। তাই খ্লোয়ির এহেন ডিজাইনারের নাম ভুলে যাওয়া মেনে নিতে পারেননি অনেকেই।

কী বলেছিলেন খ্লোয়ি?

২০২৪ সালের জুলাই মাসে খ্লোয়ি কার্দাশিয়ান একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি অনন্ত-রাধিকার বিয়ের জন্য পরা তাঁর হট পিঙ্ক লেহঙ্গার প্রশংসা করছিলেন। সেই ভিডিওতেই তিনি বলেন, “আমি যে পোশাকগুলো পরেছি, সেগুলো কত সুন্দর! এক জন লোকাল ডিজাইনার খুব সুন্দর করে এগুলো বানিয়েছেন। আমি তাঁর নাম জানিয়ে দেব।”

সেই এক মন্তব্যই তখন ঝড় তোলে নেটদুনিয়ায়। তবে মনীশ প্রমাণ করে দিলেন, এই ‘লোকাল’ তকমাই তাঁর কাছে গর্বের।