আজকাল ওয়েবডেস্ক: রাস্তার ধারে মহিলার রক্তাক্ত দেহ! সাতসকালে ভয়ঙ্কর দৃশ্য। শিউরে উঠেছেন স্থানীয়রা। বুধবার সকালে চাকদহে রাস্তার ধার থেকে এক যুবতীর নলি কাটা দেহ উদ্ধার করল পুলিশ। তাঁর নাম, পরিচয় এখনও জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৩০ বছরের আশেপাশে হতে পারে। কী কারণে যুবতীকে খুন করা হয়েছে, তা ঘিরে ধোঁয়াশায় পুলিশ।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ঘটনাটি ঘটেছে চাকদহ থানার অন্তর্গত সূটর হাটখোলা এলাকার রাস্তার ধারে। রাস্তায় রক্তের স্রোত দেখেই আতঙ্কে স্থানীয়রা পুলিশে খবর পাঠান। দেহটি উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, অজ্ঞাত পরিচয় এক মহিলার গলা কাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে অজ্ঞাত পরিচয়ের, আনুমানিক বছর ৩০-এর এক মহিলার গলা কাটা রক্তাক্ত মৃতদেহ চাকদহ থানার অন্তর্গত সূটর হাটখোলা রাস্তার ধারে পড়ে থাকতে দেখেন হাটে আসা মানুষজন। খবর দেওয়া হয় চাকদহ থানায়।
পুলিশ এসে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করলে তাঁর মৃতদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে পাঠানো হয় কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে পুলিশ মর্গে। ওই মহিলার পরিচয় জানতে, তাঁর মৃতদেহ এখানে কীভাবে এল, কী কারণে তাঁকে খুন করা হয়েছে, সবটা ঘিরেই তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।
তবে ওই মহিলাকে অন্য জায়গায় খুন করে এই এলাকায় ফেলে যাওয়া হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। কারণ হাটে আসা মানুষজন এবং আশেপাশের মানুষজন ওই মহিলাকে চিহ্নিত করতে পারেননি। মহিলা অন্য কোনও এলাকার বলে অনুমান পুলিশের।
