আজকাল ওয়েবডেস্ক: পাক টি২০ দল থেকে বাদ পড়েছেন বাবর আজম। দলে ফিরতে হলে তাঁকে নাকি উইকেটকিপিং করতে হবে। দেশের প্রাক্তন অধিনায়ককে এমনটাই নাকি সুপারিশ করেছেন পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন। যা নিয়ে পাকিস্তান ক্রিকেটে এখন রীতিমতো চাঞ্চল্য। রশিদ লতিফ, বাসিত আলি, মহসিন খান, মঈন খান, সিকান্দার বখতের মতো প্রাক্তনরা ক্ষোভে ফেটে পড়েছেন। তাঁদের মতে, বাবরের মতো তারকা ক্রিকেটারদের প্রতি রীতিমতো অন্যায় করা হচ্ছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছেন হেসন।
পাক কোচ স্পষ্ট বলেছেন, তাঁর সঙ্গে বাবরের এমন কোনও আলোচনাই হয়নি। তিনি বলেন, ‘অনেকেই বলছেন, আমি নাকি বাবরকে উইকেটকিপিং করার পরামর্শ দিয়েছি। অথচ আমাদের মধ্যে এ ব্যাপারে কোনও আলোচনাই হয়নি। বাবর ওর গোটা কেরিয়ারে কখনও কিপিং করেনি। কীভাবে আমি ওকে এমন বলতে পারি? একজন প্রাক্তন অধিনায়ক এবং সিনিয়র ক্রিকেটারের সঙ্গে এমন আচরণই বা কেন করতে যাব!’
হেসনের বিরুদ্ধে রয়েছে আরও অভিযোগ। তিনি নাকি বলেছেন, যাঁদের স্ট্রাইক রেট ১৫০–এর নিচে, তাঁরা টি২০ দলে জায়গা পাবেন না। এই অভিযোগও স্বীকার করেননি তিনি। হেসনের সংযোজন, ‘ক্রিকেটারদের এটাও বলিনি যে, দলে জায়গা ধরে রাখতে গেলে দেড়শোর বেশি স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করতে হবে। তবে, ব্যাটারদের স্ট্রাইক রেট উন্নতিতে আমরা কাজ করছি।’
তাঁর কথায়, ‘এমন খেলোয়াড়দের দিকে নজর দিচ্ছি, যারা যে কোনও জায়গায় ব্যাটিং করতে পারে। এবং একাধিক ভূমিকা পালনে তারা প্রস্তুত। এর অর্থ এই নয় যে, অভিজ্ঞ ক্রিকেটারদের কোনও জায়গা থাকবে না।’ এদিকে, শুধু বাবর আজম নন, টি২০ দল থেকে ছাঁটাই করা হয়েছে মহম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিদেরও। উল্লেখ্য, ২০ জুলাই থেকে শুরু হবে পাকিস্তান-বাংলাদেশ টি২০ সিরিজ। সমস্ত ম্যাচ বাংলাদেশের মিরপুরের শের–ই–বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এদিকে, এই ডামাডোলের মধ্যেই কিছুদিন আগে জানা গিয়েছিল বেতন বাড়ছে বাবর আজম ও মহম্মদ রিজওয়ানদের। ক্রিকেটারদের বেতন বাড়াতে ৩৬ কোটি টাকা বরাদ্দ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবির নতুন কেন্দ্রীয় চুক্তিতে পাকিস্তানের বোর্ড ২৫ জনের পরিবর্তে ৩০ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করছে। তাঁদের বেতন বৃদ্ধি পাচ্ছে ৩৭ শতাংশ। এই বাড়তি বেতনের জন্য প্রায় ৩৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
পাকিস্তান ক্রিকেটারদের টাকা বাড়লেও টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে হতাশাজনক পারফরম্যান্স করেন রিজওয়ানরা। দুটি টুর্নামেন্টেই গ্রুপপর্ব থেকে বাদ পড়ে পাকিস্তান।
দ্বিপাক্ষিক সিরিজগুলোতেও আশানুরূপ পারফরম্যান্স হয়নি। দেশের মাটিতে বাংলাদেশের কাছে হারের পর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ ড্র করেছে বাবর আজমের দল। এমন পরিস্থিতিতেই বোর্ডের এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত জন্ম দিয়েছে বিস্ময়ের!
পুরুষদের পাশাপাশি নারীদের কেন্দ্রীয় চুক্তিতেও পরিবর্তন আনা হয়েছে। ক্রিকেটারদের সংখ্যা বাড়িয়ে ১৬ থেকে ২৪ করা হয়েছে। বেতন বেড়েছে ৪ শতাংশ। তাঁদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১১ কোটি টাকা।
